Author: শাহরিয়ার কবির
লেটেস্ট প্রযুক্তির খবরাখবর জানতে সবসময়ই আগ্রহী। বিশেষ করে অ্যান্ড্রয়েডের প্রতি দুর্বলতা রয়েছে। পড়াশোনা করছেন , আবার করছেন না :P , কারন সামনে এডমিশন টেস্ট। সফটওয়্যার / ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে ঘাটাঘাটি করেন মাঝেসাঝে । ভবিষ্যতে গুগলে ডেভেলপার হিসেবে কাজ করবার আশা রাখেন ।