অ্যান্ড্রয়েড ট্যাবলেটের বাজারে আদর্শ ট্যাবলেট হিসেবে পরিচিত গুগলের তত্ত্বাবধানে তৈরি নেক্সাস ৭-এর আপডেটেড সংস্করণ বেশ কিছুদিন আগে ঘোষণা করেছে গুগল। সেকেন্ড জেনারেশনের এই নেক্সাস ৭ ইতোমধ্যেই ঢাকার বাজারে নিয়ে এসেছে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান গ্যাজেট অ্যান্ড গিয়ার।
প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেইজের মাধ্যমে সেকেন্ড জেনারেশন নেক্সাস ৭ এর দাম সংক্রান্ত তথ্য জানিয়েছে। নতুন এই নেক্সাস ৭-এর ১৬ গিগাবাইট সংস্করণের দাম ধরা হয়েছে ২৫,৫০০ টাকা এবং ৩২ গিগাবাইট সংস্করণের দাম ধরা হয়েছে ২৮,৫০০ টাকা। এই দু’টি সংস্করণই কেবল ওয়াই-ফাই সুবিধা সম্বলিত। আন্তর্জাতিক বাজারে মূল্যের উপর ভিত্তি করে এই দাম ভবিষ্যতে বাড়তে বা কমতে পারে বলে গ্যাজেট অ্যান্ড গিয়ার সূত্র জানিয়েছে।
সেকেন্ড জেনারেশনের এই নেক্সাস ৭-এ চলছে গুগলের সর্বশেষ অ্যান্ড্রয়েড সংস্করণ অ্যান্ড্রয়েড ৪.৩ জেলি বিন। ৭” আকারের এই ডিভাইসটি আগের নেক্সাস ৭-এর তুলনায় ২ মিলিমিটার পাতলা এবং ৫০ গ্রাম হালকা। এছাড়াও এর স্ক্রিনে ১২৮০*৮০০ পিক্সেল এবং ২১৬ পিক্সেল পার ইঞ্চি (পিপিআই) থেকে বাড়িয়ে ১৯২০*১২০০ পিক্সেল এবং পিপিআই ৩২৩-এ বাড়ানো হয়েছে। ফলে গুগল আসুস নেক্সাস ৭ হয়ে উঠেছে একটি ট্রু ফুল এইচডি ডিসপ্লের ডিভাইস। এছাড়াও এতে রয়েছে ১.৫ গিগাহার্জ কোয়ালকম স্ন্যাপড্রাগন এস৪ ৮০৬৪ প্রসেসর, অ্যাড্রিনো ৩২০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, ২ গিগাবাইট র্যাম, ফ্রন্ট ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ডুয়াল স্পিকার।
ঢাকায় গ্যাজেট অ্যান্ড গিয়ারের স্টোর রয়েছে গুলশান অ্যাভিনিউ, বনানী ১১, উত্তরা এবং বসুন্ধরা সিটিতে। এই ঈদে গুগলের তত্ত্বাবধানে প্রস্তুতকৃত নেক্সাস ৭-এর দ্বিতীয় সংস্করণ হতে পারে আপনার অথবা প্রিয়জনের জন্য দারুণ এক উপহার।
সেকেন্ড জেনারেশন নেক্সাস ৭ কেনার পরিকল্পনা করছেন কি?