অ্যামাজন বেশ কিছুদিন আগেই তাদের নতুন কিন্ডল ফায়ার এইচডি ও পুরনো কিন্ডল ফায়ারের আপডেটেড সংস্করণ বাজারে আনার ঘোষণা দেয়। অ্যান্ড্রয়েড কথনে সেই ঘোষণার আলাদা কোনো কভারেজ না দেয়া হলেও পরবর্তীতে যখন নতুন এই ডিভাইসে বিজ্ঞাপন নিয়ে তর্ক-বিতর্কের শুরু হয়, তখন এ সংক্রান্ত একটি লেখা প্রকাশিত হয়। আজ থেকে অ্যামাজনের নতুন দু’টি ট্যাবলেট বাজারে পাওয়া যাচ্ছে বলে অ্যামাজন তাদের ওয়েবসাইটে জানিয়েছে।
অ্যামাজন কিন্ডল ফায়ার এইচডি’র ৭ ইঞ্চি আকারের স্ক্রিনে রয়েছে ১২০০*৮০০ পিক্সেল রেজুলেশন, ১.২ গিগাহার্জ TI OMAP4460 ডুয়েল কোর প্রসেসর, ডলবি অডিও সিস্টেম ইত্যাদি। সেইসঙ্গে আনলিমিটেড ক্লাউড স্টোরেজ, কিন্ডল ইবুক লাইব্রেরি, সম্মুখবর্তী এইচডি ক্যামেরার মাধ্যমে স্কাইপে ভিডিও কল, দ্রুতগতির ওয়াই-ফাই ইত্যাদি সুবিধা দেয়া হয়েছে এই ডিভাইসে।
অ্যামাজনের নতুন কিন্ডল ফায়ার এইচডির ১৬ গিগাবাইট সংস্করণটির দাম পড়বে ১৯৯ ডলার ও ৩২ গিগাবাইটের দাম পড়বে ২৪৯ ডলার। অন্যদিকে পুরনো কিন্ডল ফায়ারের নতুন সংস্করণও পাওয়া যাবে মাত্র ১৫৯ ডলারে। অ্যামাজন দাবি করছে, আপডেটেড এই কিন্ডল ফায়ারের ব্যাটারি ব্যাকআপ ও র্যাম বাড়ানো হয়েছে। এছাড়াও এতে আগের মতোই ৮ গিগাবাইট স্টোরেজ ক্যাপাসিটি রাখা হয়েছে।
৭ ইঞ্চি আকারের কিন্ডল ফায়ার এইচডি’র ৩২ গিগাবাইট স্টোরেজের ডিভাইস অক্টোবরের শেষের দিকে এবং ৮.৯ ইঞ্চি আকারের কিন্ডল ফায়ার এইচডি ডিভাইস নভেম্বরের আগে বাজারে আসবে না বলে একাধিক সূত্র জানিয়েছে।
অ্যামাজনের কিন্ডল ফায়ার ডিভাইসগুলো মূলত অ্যান্ড্রয়েডের হাইলি কাস্টোমাইজড সংস্করণের উপর ভিত্তি করে তৈরি। ফলে, অ্যান্ড্রয়েড-চালিত ডিভাইস হলেও অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসের মতো এগুলো থেকে গুগল প্লে স্টোরের মতো সাধারণ সুবিধাগুলো পাওয়া যায় না। কিন্ডল ফায়ারের জন্য রয়েছে অ্যামাজনের নিজস্ব অ্যাপ্লিকেশন স্টোর যা যথেষ্টই জনপ্রিয় ও প্রচুর অ্যাপ্লিকেশনে ভরপুর। তবুও মূলত বই পড়ার ডিভাইস হিসেবে বাজারে আসা কিন্ডলের মডার্ন সংস্করণ কিন্ডল ফায়ার মুভি দেখা, গান শোনা, বই পড়া ও ব্রাউজিং-এর জন্যই সবচেয়ে ভালো হবে বলে অনেকের মতামত। তবে ভালো মানের গেম সাপোর্ট করার জন্যও যথেষ্ট রসদ দেয়া হয়েছে নতুন কিন্ডল ফায়ার এইচডি ডিভাইসগুলোতে।
এখন প্রশ্ন হচ্ছে, ১৯৯ ডলারে আপনি কি গুগল-আসুসের তৈরি নেক্সাস ৭ কিনবেন নাকি অ্যামাজনের কিন্ডল ফায়ার এইচডি কিনবেন? নাকি দু’টোর একটিও না কিনে মাইক্রোসফটের সারফেস ও অ্যাপলের আইপ্যাড মিনি (যেগুলো অ্যান্ড্রয়েড নয়) এর জন্য অপেক্ষা করবেন?