গুগল উদ্বোধন করলো সেকেন্ড জেনারেশন নেক্সাস ৭: দাম ২২৯ ডলার

নেক্সাস ৭

গুগল অ্যান্ড্রয়েড ট্যাবলেট বাজার নিয়ে এতোটাই উৎসাহী ও আগ্রাসী ছিল যে, মাত্র ১৯৯ ডলারে আসুসের তৈরি “নেক্সাস ৭” বাজারে এনে অ্যান্ড্রয়েড ট্যাবলেটের বাজারটিই পুরো চাঙ্গা করে তোলে। ৭” আকারের ট্যাবলেট ডিভাইসের একটি চাহিদাই তৈরি করে গুগল, যার ফলে অ্যামাজনের মতো আরও বিভিন্ন কোম্পানি স্বল্পমূল্যে ৭ থেকে ৮ ইঞ্চি আকারের ট্যাবলেট বাজারজাত করতে শুরু করে। নেক্সাস ৭ মুক্তির প্রায় এক বছরের মাথায় গুগল এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলো সেকেন্ড জেনারেশন নেক্সাস ৭-এর। আর এবার “কমদামী” ট্যাগ থেকে সরে আসছে কোম্পানিটি।

গত মে মাসের আই/ও কনফারেন্সে সেকেন্ড জেনারেশন নেক্সাস ৭-এর ঘোষণা আসবে বলে আশা করা হলেও ঘোষণা এলো আজ। নামে কোনো পরিবর্তন না আসলেও দাম এবং স্পেসিফিকেশনে ব্যাপক পরিবর্তন এনেছে গুগল। কোম্পানিটি জানিয়েছে, ৭” আকারের এই ডিভাইসটি আগের নেক্সাস ৭-এর তুলনায় ২ মিলিমিটার পাতলা এবং ৫০ গ্রাম হালকা। এছাড়াও এর স্ক্রিনে ১২৮০*৮০০ পিক্সেল এবং ২১৬ পিক্সেল পার ইঞ্চি (পিপিআই) থেকে বাড়িয়ে ১৯২০*১২০০ পিক্সেল এবং পিপিআই ৩২৩-এ বাড়ানো হয়েছে। ফলে গুগল আসুস নেক্সাস ৭ হয়ে উঠেছে একটি ট্রু ফুল এইচডি ডিসপ্লের ডিভাইস।

নেক্সাস ৭সেকেন্ড জেনারেশন নেক্সাস ৭-এর ভেতরে রয়েছে ১.৫ গিগাহার্জ কোয়ালকম স্ন্যাপড্রাগন এস৪ ৮০৬৪ প্রসেসর, অ্যাড্রিনো ৩২০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, ২ গিগাবাইট র‌্যাম ও ডুয়াল স্পিকার। এছাড়াও মানুষের চাহিদার কথা মাথায় রেখে ফ্রন্ট ক্যামেরার পাশাপাশি নেক্সাস ৭-এর পেছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরাও জুড়ে দিয়েছে।

নেক্সাস ৭-এর এই দ্বিতীয় সংস্করণটিতে অ্যান্ড্রয়েড ৪.৩ জেলি বিন অপারেটিং সিস্টেম চলবে। (অ্যান্ড্রয়েড ৪.৩ জেলি বিন নিয়ে লেখা প্রকাশিত হবে কিছুক্ষণের মধ্যেই) পাশাপাশি অন্যান্য নেক্সাস ডিভাইসেও আজ থেকেই অ্যান্ড্রয়েড ৪.৩ আপডেট রিলিজ করা হবে বলে জানিয়েছে গুগল।

ওয়াই-ফাই-এর পাশাপাশি প্রথমবারের মতো আনলকড এলটিই ভার্সনের নেক্সাস ৭-ও ঘোষণা করেছে গুগল। ব্যাটারি লাইফের দিক দিয়ে এইচডি ভিডিও প্লেব্যাকে ৯ ঘণ্টা এবং ব্রাউজিং-এ ১০ ঘণ্টা ব্যাকআপ পাওয়া যাবে বলে দাবি করেছে গুগল। তবে এতসব বাড়তি সুবিধার জন্য ক্রেতাকে এবার আগেরবারের চেয়ে কিছুটা বাড়তি টাকা গুণতে হবে।

প্রথমে ১৯৯ ডলার দিয়ে বাজারমাত করে নিলেও সেকেন্ড জেনারেশনের নেক্সাস ৭ শুরু হবে ২২৯ ডলার থেকে। এটি ১৬ গিগাবাইট ওয়াই-ফাই মডেল। ৩২ গিগাবাইটেরটি পাওয়া যাবে ২৬৯ ডলারে এবং ৩২ গিগাবাইট এলটিই মডেল পাওয়া যাবে ৩৪৯ ডলারে। জুলাইয়ের ৩০ তারিখ থেকেই যুক্তরাষ্ট্রের রেডিওশ্যাক, ওয়ালমার্ট, অ্যামাজন ও বেস্ট বাই থেকে এই নতুন নেক্সাস ৭ কিনতে পারবেন ক্রেতারা।  যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য, জার্মানী, জাপান, কানাডা, স্পেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং সাউথ কোরিয়ার অপেক্ষমান ক্রেতারাও এই নেক্সাস ৭ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন বলে জানিয়েছে গুগল।

অ্যান্ড্রয়েডপ্রেমী অথচ নেক্সাস ৭-এর নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর হবে। তাই অ্যান্ড্রয়েড ট্যাবলেটের জগতে “আদর্শ ট্যাবলেটের” স্থান দখল করা এই ডিভাইসের নতুন সংস্করণ সম্পর্কে আপনার মতামত কী? দাম বাড়ানোয় বিক্রিতে কি কোনো নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন?