মটোরোলার মটো এক্স-এর ফুল স্পেসিফিকেশন: উদ্বোধন ১ই অগাস্ট

মটো এক্স

গুগল ও তাদের কোম্পানি মটোরোলার প্রথম ফোন “মটো এক্স” নিয়ে প্রযুক্তি বিশ্বে আগ্রহের কোনো কমতি নেই। একাধিক ফাঁসের সুবাদে আমরা ইতোমধ্যেই জেনেছি এই ফোনের অন্যতম বিশেষত্ব হবে এটি সারাক্ষণই আপনার ভয়েস কমান্ডের অপেক্ষায় থাকবে। এবার পাওয়া গেছে এই ফোনের স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য এবং আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দি ভার্জ লিখেছে, মটো এক্স ডিভাইসটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার আগেই তারা এই ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন “নিশ্চিতভাবে” জানাতে পারবে। আর তাদের সূত্র অনুসারেই জানা গেছে এই ফোনের স্পেসিফিকেশন। তবে যেই সূত্র এই ডিভাইসের স্পেসিফিকেশন জানিয়েছে, তাদের কাছে মটো এক্স এর “সিডিএমএ” ভেরিয়েন্টটি ছিল। তবে সাধারণত সিডিএমএ ও জিএসএম সংস্করণে স্পেসিফিকেশনে কোনো তফাৎ থাকে না বলে এই স্পেকসই মটো এক্স-এর আসল হার্ডওয়্যার স্পেসিফিকেশন বলে ধরে নেয়া যায়।

সূত্রমতে, মটো এক্স-এ থাকছে ৪.৫ ইঞ্চি ডিসপ্লে, ডুয়াল কোর ১.৭ গিগাহার্জ স্ন্যাপড্রাগন MSM8960T প্রসেসর, ২ গিগাবাইট র‌্যাম এবং রিমুভেবল কেভলার রিয়ার শেল। উল্লেখ্য, বাড়তি নিরাপত্তার জন্য মটো এক্স-এর কেভলার বডি সম্পর্কে আরও আগেই তথ্য ফাঁস হয়েছিল

এবার হার্ডওয়্যার সংক্রান্ত তথ্য। সূত্র জানিয়েছে, অ্যান্ড্রয়েড ৪.৩ আসার দিন ঘনিয়ে এলেও মটো এক্স-এ ব্যবহার করা হচ্ছে অ্যান্ড্রয়েড ৪.২.২-এর হালকা কাস্টোমাইজড সংস্করণ যাকে “নিয়ার-স্টক” ভার্সন বলা হয়েছে। এছাড়াও এর আগে “সারাক্ষণ শুনতে থাকা” নিয়ে যেই তথ্য ফাঁস হয়েছে, তাও সঠিক বলে জানা গেছে। তবে বাই ডিফল্ট এই সুবিধাটি অন করা থাকবে না। সারাক্ষণ নির্দেশের অপেক্ষায় রাখতে হলে আগে ব্যবহারকারীকে ফিচারটি অন করতে হবে।

মটো এক্স

সূত্র আরও জানিয়েছে, অনেকটা গ্যালাক্সি এস ৪-এর মতোই বেশ অনেকক্ষণ পর ফোনের স্ক্রিন আনলক করলে পেন্ডিং সব নোটিফিকেশনের সামারি একসঙ্গে দেখাবে মটো এক্স।

এর আগে গুগল সংবাদমাধ্যমগুলোর প্রতি আগামী অগাস্টের ১ তারিখে নিউ ইয়র্কে মটো এক্স-এর আনুষ্ঠানিক উদ্বোধনের অনুষ্ঠানের নিমন্ত্রণ পাঠিয়েছে। অর্থাৎ, আর অল্প ক’দিন অপেক্ষা করলেই নিশ্চিতভাবে জানা যাবে আসলেই কী কী থাকছে মটো এক্স-এ। কিন্তু আগেভাগে জেনে যাওয়ার মজাও নিতান্ত কম নয়!

মটো এক্স উদ্বোধনী অনুষ্ঠানের পর অ্যান্ড্রয়েড কথনে সঙ্গে সঙ্গেই বিস্তারিত জানতে পারবেন এই ডিভাইস সম্পর্কে বিস্তারিত তথ্য। এতক্ষণে যেসব তথ্য জানলেন, তা নিয়ে আপনার মতামত কী?