গুগল ও মটোরোলার তৈরি মটো এক্স নিয়ে ইতোমধ্যেই বেশ সাড়া পড়ে গেছে পুরো প্রযুক্তি বিশ্বে। মটোরোলাকে কিনে নেয়ার পর এই প্রথম মটোরোলা ব্র্যান্ডকে কাজে লাগিয়ে গুগল নিজেরা ডিভাইস তৈরি করছে। যুক্তরাষ্ট্রের মাটিতেই তৈরি এই স্মার্টফোন অন্য সব স্মার্টফোনকে পেছনে ফেলে স্মার্টফোনের বাজারে রাজত্ব শুরু করে দেবে এমন ভবিষ্যত বাণী শোনা যাচ্ছিল অনেক আগে থেকেই। যতোই মটো এক্স স্মার্টফোনের অবমুক্তির দিন ঘনিয়ে আসছে, ততোই এই ফোন সম্পর্কে নতুন নতুন চমকপ্রদ তথ্য শোনা যাচ্ছে।
এসব তথ্যের মধ্যে সাম্প্রতিক প্রকাশিত এক ভিডিওচিত্রে দেখা গেছে, মটো এক্স ফোনের “সার্বক্ষণিক শোনার” ক্ষমতা থাকবে। অর্থাৎ, এই ডিভাইসের মাইক্রোফোন সারাক্ষণই আপনার কথাবার্তা শুনতে থাকবে। এতে করে গুগল নাও এর সুবিধাগুলো কোনো বাটন প্রেস না করেই পাওয়া যাবে।
অ্যান্ড্রয়েডপ্রেমীরা হয়তো এতোদিনে জানেন যে, অ্যান্ড্রয়েড জেলি বিন-এর অন্যতম সুবিধা হচ্ছে গুগল নাও, যেটি এক ধরনের স্মার্ট ভয়েস অ্যাসিসট্যান্ট। কিন্তু বর্তমান ফোনগুলোয় এটি ব্যবহার করার জন্য অন্তত একবার হলেও কোনো না কোনো বাটন প্রেস করতে হয় বা টাচ করতে হয়। মটো এক্স ফোনের বিশেষত্ব হবে এটি কোনো টাচ বা বাটন প্রেস ছাড়াই আপনার কমান্ড শোনা শুরু করে দিতে পারবে।
কানাডার এক ওয়্যারলেস ক্যারিয়ার, “রজারস” সম্প্রতি এক ভিডিওতে মটো এক্স ফোনের এই সুবিধাটির কথা জানিয়েছে। ভিডিওটিতে দেখা গেছে, কেবল “ওকে গুগল নাও” বললেই ফোনে বিভিন্ন ভয়েস কমান্ড দেখা যায়, যেগুলো ব্যবহারকারী পরবর্তীতে ব্যবহার করতে পারেন। এটি অনেকটাই গুগল গ্লাসের মতো, যেখানে ব্যবহারকারী “ওকে গ্লাস” বললেই সার্চ মোড অ্যাক্টিভেট হয়ে থাকে।
মটোরোলা ও গুগলের প্রথম এই ফোন ইতোমধ্যেই গুগলের এক্সিকিউটিভ চেয়ারম্যান এরিক স্মিদিত প্রতিদিন ব্যবহার করা শুরু করে দিয়েছেন। বেশ কিছু ছবিতে এই গুগল এক্সিকিউটিভকে মটো এক্স ফোন ব্যবহার করতে দেখা গেছে। এছাড়াও এই গ্রীষ্মেই মুক্তির কথা থাকা ফোনের বিভিন্ন তথ্য ও ছবি প্রায় প্রতিনিয়তই বের হচ্ছে। তবে “অলওয়েজ অন” বা সারাক্ষণই ব্যবহারকারীর কথা শুনতে থাকার সুবিধাটি অনেক ব্যবহারকারীর কাছেই ব্যক্তিগত নিরাপত্তার লঙ্ঘন বলে মনে হতে পারে।
এখন কেবল নতুন এই ফোনটির আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা। মটো এক্স ফোন নিয়ে আপনার কী মতামত?