অবশেষে বহুল প্রতীক্ষিত অ্যান্ড্রয়েড ওয়ান-এর আনুষ্ঠানিক ঘোষণা দিলো গুগল। ভারতে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এশিয়ার বিভিন্ন বাজারে গুগলের নজরদারিতে কমদামী অ্যান্ড্রয়েড ফোন বিক্রির এ উদ্যোগটি চালু হলো।
অ্যান্ড্রয়েড ওয়ান-এর প্রথম মার্কেট হলো ভারত, যেখানে মাইক্রোম্যাক্স, স্পাইস এবং কার্বন এই প্ল্যাটফর্মের অধীন স্মার্টফোন বিক্রি শুরু করবে। এসব ফোনের সাধারণ স্পেসিফিকেশন ৪.৫ ইঞ্চি স্ক্রিন, ১ গিগাবাইট র্যাম, ৫ মেগাপিক্সেল রিয়ার ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১.৩ গিগাহার্জ কোয়াড-কোর মিডিয়াটেক প্রসেসর, ডুয়েল সিম কার্ড স্লট, মাইক্রোএসডি কার্ড স্লট এবং এফএম রেডিও থাকবে বলে জানা গেছে। ইতোমধ্যেই ভারতের ফ্লিপকার্টে Spice Android One Dream, Micromax Canvas A1 এবং স্ন্যাপডিলে অ্যান্ড্রয়েড ওয়ান Karbonn Sparkle V দেখা গেছে, যেগুলোর স্পেসিফিকেশন একই, কেবল দামে কিছুটা পার্থক্য রয়েছে। তবে গড়ে ফোনগুলোর দাম প্রায় ১০৫ ডলারের মতো (ভারতীয় রুপি ৬,৩৯৯)।
বাড়তি সুবিধা হিসেবে অ্যান্ড্রয়েড ওয়ান এর অধীনস্থ ডিভাইসগুলো আরও বেশি ভাষা সাপোর্ট করবে এবং ‘গুগল প্লে নিউজস্ট্যান্ড’ অ্যাপ্লিকেশনে স্থানীয় প্রকাশনাগুলো পাওয়া যাবে। তারচেয়ে বড় সুবিধা হলো, গুগল অ্যান্ড্রয়েড ওয়ান-এর ডিভাইসগুলোর জন্য ইউটিউবের একটি বিশেষ সংস্করণ তৈরি করছে যেটি ব্যবহারকারীদের যে কোনো ভিডিও একবার ডাউনলোড করে বারবার দেখার সুবিধা করে দেবে। ফলে একই ভিডিও একাধিকবার দেখার জন্য ইন্টারনেট ডেটা খরচ হবে না।
কমদামে অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোন ইতোমধ্যেই বাজারে রয়েছে, কিন্তু এসব ফোনের বেশিরভাগই বাজে পারফরম্যান্স দিয়ে থাকে। আর অ্যান্ড্রয়েড মার্কেটশেয়ারের একটি বড় অংশই এসব স্বল্পমূল্যের অ্যান্ড্রয়েড দিয়ে পূর্ণ। তাই গুগল নিজেদের তত্ত্বাবধানে কমদামী এসব ফোন বাজারজাত করার পরিকল্পনার কথা জানা গত জুনের আই/ও কনফারেন্সে। এসব ফোনে প্রায় স্টক অ্যান্ড্রয়েড সংস্করণ চলবে আর গুগল নিজেই এসব ফোনে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণগুলোর আপডেট দিবে। এতে করে কমদামী অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের পুরনো অ্যান্ড্রয়েড সংস্করণে আটকে থাকার সমস্যা দূর হবে বলে আশা করছে গুগল।
(আরও পড়ুন: কেন অ্যান্ড্রয়েড ওয়ান গুরুত্বপূর্ণ)
গুগল জানিয়েছে, ভারতে এয়া্রটেল ব্যবহারকারীরা ফোন কেনার পর ৬ মাস পর্যন্ত বিভিন্ন সফটওয়্যার আপডেট ডাউনলোড করতে পারবেন, যার মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েডের আগামী সংস্করণ অ্যান্ড্রয়েড এল।
ভারতের পর ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ফিলিপাইনসের মতো দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও অ্যান্ড্রয়েড ওয়ান আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বলে জানিয়েছে গুগল। তবে সেসব দেশে ফোন তৈরির জন্য অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামে যোগ দিচ্ছে এইচটিসি, লেনোভো, আসুস, এসার ও প্যানাসনিকের মতো বিশ্বখ্যাত সব কোম্পানি। সেই সঙ্গে রয়েছে জনপ্রিয় চিপমেকার কোয়ালকম। তাই ধারণা করা হচ্ছে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতে অ্যান্ড্রয়েড ওয়ান-চালিত স্মার্টফোনগুলো হতে পারে কোয়ালকম প্রসেসর-চালিত। আর এসব দেশে ফোন এ বছরেই মুক্তি পাবে বলে জানিয়েছে গুগল।
অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশন নিয়ে আপনার কী মত?
This post also appears on Android Kothon English.