সম্প্রতি একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, স্যামসাং সত্যিই গ্যালাক্সি প্লেয়ার ৫.৮ নামের একটি ডিভাইস বাজারে আনতে যাচ্ছে। বিশাল ৫.৮ ইঞ্চি আকারের ডিসপ্লে সম্বলিত এই ডিভাইসটি মূলত বিনোদনের জন্যই তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে কেবল গুজব রটে যে, স্যামসাং ৫.৮ ইঞ্চি আকারের একটি গ্যালাক্সি প্লেয়ার তৈরি করছে। গুজবের বিষয়টি মোটামুটি নিশ্চিত হওয়া গেলেও পুরোপুরি সন্তোষজনক তথ্য এখনও পাওয়া যায়নি। গ্যাজেট বিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, গ্যালাক্সি প্লেয়ার ৫.৮-এর সবচেয়ে বড় হতাশাজনক দিক হচ্ছে এর স্ক্রিন রেজুলেশন। বিনোদনের জন্যই তৈরি করা হয়েছে বলে এর স্ক্রিন রেজুলেশনও অন্তত এইচডি থাকা উচিৎ ছিল। কিন্তু ৫.৮ ইঞ্চি আকারের ডিসপ্লেতে স্যামসাং দিয়েছে মাত্র ৯৬০ বাই ৫৪০ পিক্সেল রেজুলেশন।
যেসব সম্ভাব্য ব্যবহারকারী এতটুকু শুনেই পিছিয়ে যাচ্ছেন, তাদের জন্য আরও সুখবর রয়েছে। স্ক্রিন রেজুলেশন কম হলেও এই ডিভাসে দেয়া হয়েছে অবিশ্বাস্য ২৫০০ এমএএইচ ব্যাটারি যা ঘণ্টার পর ঘণ্টা মিডিয়া প্লে ব্যাকআপ দিতে পারবে। তুলনা করার জন্য বলা যেতে পারে, অ্যাপলের আইফোন ৪এস-এ রয়েছে ১৪৩২ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি আর গ্যালাক্সি এসথ্রি-তে রয়েছে ২১০০ এমএএইচ ব্যাটারি। অর্থাৎ, বর্তমান বাজারে অন্যতম শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ সম্পন্ন ডিভাইস হবে গ্যালাক্সি প্লেয়ার।
এ পর্যন্ত গ্যালাক্সি প্লেয়ার সম্পর্কে আরও জানা গেছে যে, এটি ১৬ ও ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ অথবা মাইক্রোসএসডি মেমোরি স্লটসহ পাওয়া যাবে। এছাড়াও এতে সামনের দিকে ভিজিএ ক্যামেরা থাকবে ও অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৪.০ আইসক্রিম স্যান্ডউইচ দেয়া থাকবে। তবে ইউজার ইন্টারফেস হিসেবে স্যামসাং-এর নিজস্ব টাচউইজ ইউআই-ই চলবে বলে জানা গেছে।
স্যামসাং গ্যালাক্সি প্লেয়ার সম্পর্কে আরও কোনো তথ্য আসা মাত্রই তা আপনাদের জানাবো। এ জন্য সঙ্গেই থাকুন।