স্যামসাং এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রচারণা চালাচ্ছে তাদের নতুন গ্যালাক্সি ডিভাইস, গ্যালাক্সি নোট ৮.০ নিয়ে। ফোন ও ট্যাবলেটের মাঝামাঝি পর্যায়ে অবস্থানকারী এই ফ্যাবলেটের জন্য ইতোমধ্যেই অ্যাক্সেসরিজ বাজারে আনতে শুরু করেছে স্যামসাং। আর এর শুরুটা হয়েছে গ্যালাক্সি নোট ৮.০ গাড়িতে রাখার জন্য কার ডক-এর মধ্য দিয়ে।
গাড়ির ড্যাশবোর্ডে ৮ ইঞ্চি আকারের ডিভাইস রাখা কিছুটা কঠিন ও ঝুঁকিপূর্ণ। কেননা, ড্রাইভিং সিট থেকে স্বাচ্ছন্দ্যপূর্ণ কোনো স্থানে এই ৮” ট্যাবলেট রাখলে ব্লাইন্ড স্পট তৈরি হওয়া অস্বাভাবিক নয়। ব্লাইন্ড স্পট তৈরি হলে স্বভাবতঃই দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাবে। তাই ব্লাইন্ড স্পট তৈরি না করে এই কার ডককে জায়গামতো বসানোটাই এখানে প্রধান ট্রিকের কাজ।
গাড়িতে বসে ট্যাবলেট পরিচালনার জন্য বিশেষ কোনো অ্যাপ্লিকেশন স্যামসাং এখনও পর্যন্ত তৈরি করেনি যদিও প্লে স্টোরে ঘাঁটলে কয়েক ডজন গাড়ির অ্যাপ্লিকেশন পাওয়া যাবে। এসব অ্যাপ্লিকেশন সহজ একটি ইন্টারফেস দেয় যাতে ড্রাইভারের পক্ষে দ্রুত ও সহজে ট্যাবলেটে নেভিগেট করা সম্ভব হয়।
যেহেতু স্যামসাং নিজেরাই কার ডক তৈরি করেছে, সেহেতু একটি অ্যাপ্লিকেশনও তৈরি করে ফেলা অসম্ভব কিছু নয়। হয়তো যখন গ্যালাক্সি নোট ৮.০-এর উপযোগী কার-ডক বাজারে আসবে, তখন এর সঙ্গে বিশেষ কোনো অ্যাপ্লিকেশনও জুড়ে দেবে স্যামসাং।
আপনি কি গ্যালাক্সি নোট ৮.০ কিনতে আগ্রহী?