ট্যাবলেট ডিভাইসের জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে। অ্যান্ড্রয়েড প্রথমে স্মার্টফোনের বাজারে আধিপত্য শুরু করলেও পরবর্তীতে ধীরে ধীরে ট্যাবলেটের বাজারেও জনপ্রিয়তার শীর্ষে উঠতে সক্ষম হয়। তাই তুলনামূলকভাবে স্মার্টফোনের চেয়ে কম হলেও নামীদামী ব্র্যান্ডের ট্যাবলেট ডিভাইস বাজারে আসতেই থাকে। আর এসব অ্যান্ড্রয়েড ট্যাবলেটের মধ্যে জনপ্রিয় একটি সিরিজ হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব।
অ্যান্ড্রয়েড ট্যাবলেট বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। কেউ এক পলকে প্রতিদিনের খবর পড়ে নিতে ট্যাবের ধার ধারেন। কেউ বা আবার প্রতিনিয়ত ইমেইল ও অন্যান্য যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার করে অফিসের অনেক কাজই ট্যাবে করে নিয়ে ঘুরে বেড়ান। আবার কেউ কেউ ট্যাবলেট কেনেনই তাদের ঘরের বাচ্চাদের জন্য, যারা বিভিন্ন মজার মজার গেমস খেলে সময় কাটাতে পারে এবং বিভিন্ন শিক্ষণীয় অ্যাপ্লিকেশনের মাধ্যমে নানান কিছু শিখতে পারে।
বিশেষ করে বাচ্চাদের জন্য তৈরি ‘চাইল্ড প্যাড’-এর বাজারে এতোদিন আর্কস নামটি জনপ্রিয় হলেও এবার সেই মার্কেট ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করছে স্যামসাং। কেবল পরিকল্পনা নয়, স্যামসাং গ্যালাক্সি ট্যাব ৩-এর আলাদা সংস্করণ তৈরির জন্য হয়তো কাজও শুরু করে দিয়েছে। আর তারই প্রমাণ মিলেছে ফাঁস হওয়া নিজের ছবিটিতে।
গ্যালাক্সি ট্যাব ৩ কিডস
কোরিয়ান এক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এই গ্যালাক্সি ট্যাব ৩ কিডস সংস্করণটির ছবিটি ফাঁস করেছে। এখন পর্যন্ত স্যামসাং আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি ট্যাব ৩ কিডস এডিশন সম্পর্কে কোনো তথ্য না জানালেও অনেকেই ধরে নিয়েছেন এটি নিয়ে আসলেই কাজ করছে স্যামসাং। কেননা, বিশ্বস্ত কিছু সূত্র থেকেই গ্যালাক্সি ট্যাব ৩-এর এই বিশেষ সংস্করণটির কথা ফাঁস হয়েছে যেটি তৈরি করা হচ্ছে বাচ্চাদের কথা মাথায় রেখেই।
ফাঁস হওয়া তথ্য অনুসারে গ্যালাক্সি ট্যাব ৩ কিডস এডিশনে রয়েছে ৭ ইঞ্চি টিএফটি ডিসপ্লে, ১০২৪ * ৬০০ পিক্সেল রেজুলেশন, ১.২ গিগাহার্জ ডুয়েল কোর প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, ৮ গিগাবাইট স্টোরেজসহ মেমোরি কার্ড স্লট এবং ৩ মেগাপিক্সেল ক্যামেরা।
প্রশ্ন আসতে পারে, সাধারণ সংস্করণ থেকে বাচ্চাদের জন্য তৈরি বিশেষ এই গ্যালাক্সি ট্যাব ৩-এর পার্থক্য কী? সূত্রমতে, এর প্রধান পার্থক্য চোখে পড়বে ডিভাইসটি হাতে নিলে। কেননা, অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন-কেই বিশেষভাবে কাস্টোমাইজ করা হয়েছে যাতে করে বাচ্চারা সহজেই এর ইন্টারফেসে মানিয়ে নিতে পারে। এছাড়াও অভিভাবকদের জন্য ডিভাইসটি লক করে রাখার ব্যবস্থাও রয়েছে। সেই সঙ্গে কিছু বাড়তি শিক্ষার এবং বিনোদনের অ্যাপ্লিকেশনও জুড়ে দেয়া হবে গ্যালাক্সি ট্যাব ৩-এর কিডস এডিশনে।
দ্বিতীয় পার্থক্য চোখে পড়বে ট্যাবটির বিল্ড কোয়ালিটিতে। ছবিতে যেমনটা দেখতে পাচ্ছেন, ট্যাবের আউটলুক দেখেই আন্দাজ করা যাবে যে এটি বাচ্চাদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে। এছাড়াও এর চারদিকে প্রটেক্টিভ বাম্পার দেয়া হয়েছে যাতে করে হাত থেকে পড়লেও ট্যাবটির কোনো সমস্যা না হয়। যেহেতু বাচ্চাদের হাতে দিচ্ছেন, হাত থেকে দশ-বারোবার পড়ে যাওয়াই স্বাভাবিক!
তবে গ্যালাক্সি ট্যাব ৩ কিডস এডিশনের খবর কেবল কোরিয়ান বিক্রেতা প্রতিষ্ঠানের কাছে থাকায় অনেকেই আশঙ্কা করছেন, কোরিয়ার সীমানা ছাড়িয়ে বিশ্বের এ প্রান্তে এসব ডিভাইস নাও আসতে পারে। তবে যদি আন্তর্জাতিক বাজারে এই ট্যাব বিক্রি করা হয়, তবে তা নিঃসন্দেহে প্রচুর বিক্রি হবে এ কথা বলা যেতেই পারে।
আপনার বাচ্চার জন্য অ্যান্ড্রয়েড ট্যাবলেট কেনার কথা ভাবছেন কি?