আর ক’দিন পরই বড়দিন। খ্রীষ্টধর্মীয় সবচেয়ে বড় উৎসব। আমাদের দেশে এ উৎসবের আমেজ খুব একটা টের পাওয়া না গেলেও সারাবিশ্বেই এখন চলছে উৎসবের প্রস্তুতি। আর এই উৎসব উপলক্ষ্যে অ্যান্ড্রয়েড গেমগুলোতেও আসছে নতুন নতুন আপডেট। সম্প্রতি জনপ্রিয় গেম ডেড ট্রিগারেও এসেছে ক্রিসমাস উপলক্ষ্যে নতুন কিছু লেভেল ও বস।
বড়দিনের সঙ্গে সান্তা ক্লজের সম্পর্কের কথা নিশ্চয়ই সবাই জানেন। বড়দিন মানেই সান্তা ক্লজ নিয়ে মাতামাতি। কিন্তু কেমন হবে, যদি সান্তা ক্লজ জম্বি হয়ে আক্রমণ করে? বড়দিন উপলক্ষ্যে ডেড ট্রিগারের নতুন আপডেটে আপনাকে সেই সান্তা ক্লজের জম্বির সঙ্গেই মোকাবেলা করতে হবে। আর আপনার অবগতির জন্য আগেই জানিয়ে রাখা ভালো, গেমটিতে আপনি যার মুখোমুখি হবেন, তার নাম কিন্তু মোটেই সান্তা নয়, বরং তিনি হচ্ছেন জান্তা! (জম্বি + সান্তা!)
জান্তা সাহেব ছাড়াও নতুন কিছু মিশন যোগ করা হয়েছে। সঙ্গে এসেছে গ্রেনেড লঞ্চার। আগের অস্ত্রগুলোকেও আরও উন্নত করা হয়েছে। তাই নতুন আপডেট ডাউনলোড করলে আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারবেন অর্ধমৃত জম্বির দলের সামনে।
ডেড ট্রিগার অন্যতম জনপ্রিয় একটি গেম কেননা এটি সম্পূর্ণই বিনামূল্যে খেলা সম্ভব। এছাড়াও কোনো টাকা খরচ না করেই অর্থাৎ ইন-অ্যাপ পারচেস না করেই আপনি গেমটি যথেষ্ট উপভোগ করতে পারবেন। কাজেই আপনার নতুন অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবের জন্য দারুণ ভয়ানক কোনো হাই কোয়ালিটি গেমের সন্ধানে থাকলে এখনই ডাউনলোড করে ফেলুন ডেড ট্রিগার। আর যদি ইতোমধ্যেই ডাউনলোড ও ইন্সটল করা থাকে, তাহলে প্লে স্টোর থেকে ডেড ট্রিগার আপডেট করে নিন।
অবশ্য পাইরেটেড বা অন্যত্র থেকে ডাউনলোড করা অ্যাপ্লিকেশন আপডেট নাও পেতে পারে।
গুগল প্লে স্টোর লিংকঃ ডেড ট্রিগার
আপনার অ্যান্ড্রয়েডে সবচেয়ে বড় আকারের হাই কোয়ালিটি গেম কোনটি?