জনপ্রিয় চিপসেট নির্মাতা প্রতিষ্ঠান মিডিয়াটেক সম্প্রতি ঘোষণা করেছে বিশ্বের প্রথম ট্রু অক্টা-কোর প্রসেসর। নতুন এই চিপসেট একইসঙ্গে আটটি কোরে কাজ চালাতে সক্ষম বলে জানিয়েছে কোম্পানিটি।
স্মার্টফোন চিপসেটের জগতে অক্টা-কোর প্রসেসরকে হাইলাইট করে মার্কেটিং মূলত স্যামসাং করলেও, তাদের গ্যালাক্সি এস ৪-এর অক্টা-কোর ডিভাইসগুলোতে একসঙ্গে ৮টি কোর কাজ করতে পারে না। বরং, আটটি কোর থাকলেও একত্রে সর্বোচ্চ চারটি কোর কাজ করতে সক্ষম। কিন্তু মিডিয়াটেকের নতুন এই প্রসেসরে একসঙ্গে আটটি কোরই কাজ করতে পারবে। যে কারণে একে “ট্রু অক্টা-কোর” প্রসেসর বলা হচ্ছে।
বাড়তি পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে সবার মাথায় অতিরিক্ত ব্যাটারি খরচের চিন্তা ঢুকে থাকে। কিন্তু মিডিয়াটেক বলছে, নতুন প্রসেসর কেবল বাড়তি পারফরম্যান্সই নয় বরং ব্যাটারি খরচ কমাতেও সক্ষম। তারা আরও জানিয়েছে, নতুন এই প্রসেসরটি প্রতিটি অ্যাপ্লিকেশন এবং প্রতিটি টাস্কের জন্য আলাদা আলাদা কোরের প্রসেসিং পাওয়ার ব্যবহার করতে সক্ষম। এর ফলে ব্যবহারকারীরা একটি ব্যতিক্রমী মাল্টি-টাস্কিং-এর অভিজ্ঞতা পাবেন বলে মনে করছে কোম্পানিটি। এছাড়াও ওয়েব ব্রাউজিং-এর অভিজ্ঞতা আরও উন্নত করতে ব্রাউজারের নির্দিষ্ট ট্যাবের জন্য আলাদা কোর ব্যবহার করার ক্ষমতা দেয়া হয়েছে নতুন এই চিপসেটে।
মিডিয়াটেক আরও জানিয়েছে, বর্তমান কোয়াড-কোর প্রসেসরের তুলনায় এই ট্রু অক্টা-কোর প্রসেসরের ভিডিও প্লেব্যাকের সময় ব্যাটারি ব্যবহার ১৮% কম করে থাকে। এছাড়াও ডিসপ্লে মোডে ২০% বেশি ফ্রেম দিতে সক্ষম এই নতুন চিপ, এমন দাবিও করেছে মিডিয়াটেক।
তবে নতুন এই প্রসেসরের বিস্তারিত স্পেসিফিকেশন কিংবা সম্ভাব্য উদ্বোধনের তারিখ সংক্রান্ত কোনো ইঙ্গিতই দেয়নি মিডিয়াটেক। তাই স্মার্টফোনপ্রেমীদের কেবল চোখ বন্ধ করে অপেক্ষাই করতে হবে (অথবা মটো-এক্স নিয়ে মাতামাতি করা যেতে পারে!)।
ট্রু অক্টা-কোর মিডিয়াটেক প্রসেসর নিয়ে আপনার কী মতামত?