আইসক্রিম স্যান্ডউইচ আপডেট পেলো সনি এক্সপেরিয়া ইউ, গো, সোলা ও ট্যাবলেট এস

সনি আইসক্রিম স্যান্ডউইচ

সম্প্রতি অন্যতম জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা সনি তাদের এক্সপেরিয়া সিরিজের আরও তিনটি নতুন স্মার্টফোন ও একটি ট্যাবলেটে অ্যান্ড্রয়েডের ৪.০ সংস্করণ আইসক্রিম স্যান্ডউইচ আপডেট রিলিজ দিয়েছে। সনি এক্সপেরিয়া ইউ, গো, সোলা এবং ট্যাবলেট এস এর ব্যবহারকারীরা কম্পিউটারের মাধ্যমে আইসক্রিম স্যান্ডউইচ আপডেটটি ডাউনলোড করতে পারবেন বলে জানিয়েছে সনি।

সনি জানিয়েছে, আইসক্রিম স্যান্ডউইচ আপডেটটি রিলিজ করা হলেও বিশ্বের সব ব্যবহারকারী এখনই এটি ডাউনলোড করতে পারবেন না। বরং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই আপডেটটি পেয়ে যাবেন এক্সপেরিয়া ইউ, গো, সোলা এবং ট্যাবলেট এস এর ব্যবহারকারীরা। এ জন্য সনি পিসি কমপ্যানিয়নের সঙ্গে ডিভাইস কানেক্ট করে সফটওয়্যার আপডেটের জন্য সার্চ করতে বলা হয়েছে। আইসক্রিম স্যান্ডউইচ আপডেটটি আপনার ডিভাইসের জন্য পাওয়া গেলে পিসি কমপ্যানিয়ন সফটওয়্যারেই তা দেখতে পাবেন।

নতুন অ্যান্ড্রয়েড ৪.০ সংস্করণে বাড়তি কিছু সুবিধা পাবেন ব্যবহারকারীরা। সনির মতে, সনির মিডিয়া অ্যাপ্লিকেশন “ওয়াকম্যান”, “অ্যালবাম” ও “মুভিস” এর মাধ্যমে নতুন এক অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। এছাড়াও স্ট্যান্ডবাই মোডে ব্যাটারি ব্যাকআপ প্রায় চারগুণ বৃদ্ধি পাবে।লকস্ক্রিনে বাড়তি কিছু সুবিধা যোগ করা হয়েছে ও হোমস্ক্রিনে উইজেটের আকার ইচ্ছেমতো বাড়ানো-কমানোর ব্যবস্থা দেয়া হয়েছে।

এছাড়াও সনি এক্সপেরিয়া সোলা ডিভাইসে যোগ করা হয়েছে নতুন “গ্লাভস মোড” যা আপনাকে হাতে গ্লাভস পড়া অবস্থায় ডিভাইস ব্যবহার করার সুবিধা দেবে। এক্সপেরিয়া সোলার অন্যতম সুবিধাই হচ্ছে, এটি স্পর্শ না করেও অপারেট করা যায়। শীতপ্রধান দেশের জন্য গ্লাভস মোড ব্যবহারকারীকে স্মার্টফোন অপারেটের জন্য আরামদায়ক একটি পদ্ধতি দেবে বলেই আশা করছে সনি। কোম্পানিটি জানিয়েছে, সোলা ব্যবহারকারী কীভাবে হোমস্ক্রিন আনলক করেন তার উপর ভিত্তি করেই গ্লাভস মোড অন এবং অফ হবে। এক্সপেরিয়া সোলার গ্লাভস মোড সম্পর্কে আরও জানতে দেখুন সনির অফিসিয়াল ব্লগ

এক্সপেরিয়া সোলা

এই তিনটি ডিভাইস ছাড়াও এক্সপেরিয়া ট্যাবলেট এস-ও আইসক্রিম স্যান্ডউইচ আপডেট পাবে বলে জানিয়েছে সনি। আপনার ডিভাইসটি আইসক্রিম স্যান্ডউইচ পেয়েছে কি না তা জানতে ও কীভাবে আপডেট করতে হলে সনির আপডেট পাতায় গিয়ে ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করুন আপনার ডিভাইস। আর হ্যাঁ, আপডেট পেতে পিসি ইউজাররা কমপ্যানিয়নম্যাক ইউজাররা ব্রিজ অবশ্যই ডাউনলোড করে নেবেন।

এখানে উল্লেখ্য যে, অফিসিয়াল আপডেট হলেও আইসক্রিম স্যান্ডউইচে যাবার পর ডিভাইসের পারফরম্যান্স অনেকটা কমে যেতে পারে। সনি নিজেই তাদের সাইটে এই নোটিশ দিয়েছে। বেশিরভাগ অ্যাপ্লিকেশনই পুনরায় ইন্সটল করার দরকার হতে পারে। আর একবার আপডেট করলে আবার জিঞ্জারব্রেডে ফিরে যাবার অফিসিয়াল কোনো উপায় নেই। সেক্ষেত্রে আপডেটের পর ফিরে যেতে চাইলে ম্যানুয়ালি ফ্ল্যাশ করতে হবে।

আপনার এক্সপেরিয়া ডিভাইসটি কি আইসক্রিম স্যান্ডউইচে আপডেট করবেন? মন্তব্যের ঘরে জানান আমাদের।