দাম কমলো Walton Primo সিরিজের তিনটি ডিভাইসের

ওয়াল্টন তাদের Primo সিরিজের ডিভাইসগুলো দিয়ে দেশের বাজারে এরই মাঝে বেশ ভাল আধিপত্য বিস্তার করেছে। দেশের বাজারে তাদের প্রায় ১২ টিরও বেশি অ্যান্ড্রয়েড ডিভাইস রয়েছে যাদের মাঝে Walton Primo NX, Primo X1, Primo N1Primo G1Primo G2, Primo G3, Primo H1, Primo H2, Primo R1 ও Primo R2 বিশেষভাবে উল্লেখযোগ্য।

Walton

ক্রেতাদের মাঝে ওয়াল্টন বেশ জনপ্রিয় হলেও তাদের কথা বিবেচনা করে ওয়াল্টন এবার আরও একটি পদক্ষেপ গ্রহণ করলো। এবার তারা তাদের তিনটি জনপ্রিয় ডিভাইস Walton Primo N1, Walton Primo H2 এবং Walton Primo R1 এর দাম কমালো।

পূর্বে Walton Primo N1 এর দাম ছিল ১৫,৪৯০ টাকা, বর্তমানে সেটি করা হয়েছে ১৪,৯৯০ টাকা। অপরদিকে Walton Primo H2 এর দাম ছিল ১৪,৯৯০ টাকা, দাম কমিয়ে সেটি রাখা হয়েছে ১৪,৪৯০ টাকা। এছাড়া কম বাজেটের ফোনগুলোর মাঝে থাকা Walton Primo R1 এর দামও ১১,৯৯০ টাকা থেকে ১০,৯৯০ টাকা করা হয়েছে।

দাম কমলো Walton Primo সিরিজের এই তিনটি ডিভাইসের

ডিভাইসগুলোর মাঝে অ্যান্ড্রয়েড ৪.১.২ জেলি বিন চালিত Walton Primo N1 -এ রয়েছে কর্টেক্স এ৭ ভিত্তিক ১.২ গিগাহার্জের মিডিয়াটেক এমটিকে৬৫৮৯ (MTK6589) কোয়াড কোর সিপিইউ, পাওয়ারভিআর এসজিএক্স৫৪৪এমপি (PowerVR SGX544MP) জিপিইউ, ১ গিগাবাইট র‍্যাম, ৫.৩ ইঞ্চি প্রশস্ত আইপিএস ডিসপ্লে, ৮ মেগাপিক্সেল অটোফোকাস রিয়ার ক্যামেরা ও ১.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৩০০০ mAh ব্যাটারি।

অপরদিকে অ্যান্ড্রয়েড ৪.২.১ চালিত Walton Primo H2 তেও রয়েছে কর্টেক্স এ৭ ভিত্তিক ১.২ গিগাহার্জের মিডিয়াটেক এমটিকে৬৫৮৯ (MTK6589) কোয়াড কোর সিপিইউ, পাওয়ারভিআর এসজিএক্স৫৪৪এমপি (PowerVR SGX544MP) জিপিইউ, ১ গিগাবাইট র‍্যাম, ৪.৫ ইঞ্চি প্রশস্ত গোরিলা গ্লাস সমৃদ্ধ আইপিএস ডিসপ্লে, ৮ মেগাপিক্সেল অটোফোকাস রিয়ার ক্যামেরা ও ৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ২০৫০ mAh ব্যাটারি।

আর কম বাজেটের ফোনগুলোর মাঝে থাকা Walton Primo R1 এ রয়েছে ১.২ গিগাহার্জের মিডিয়াটেক এমটিকে৬৫৭৭ (MTK6577) ডুয়াল কোর সিপিইউ, পাওয়ারভিআর এসজিএক্স৫৩২ (PowerVR SGX532) জিপিইউ, ৫১২ মেগাবাইট র‍্যাম, ৪ ইঞ্চি প্রশস্ত আইপিএস ডিসপ্লে, ৮ মেগাপিক্সেল অটোফোকাস রিয়ার ক্যামেরা ও ভিজিএ ফ্রন্ট ক্যামেরা এবং ১৫০০ mAh ব্যাটারি।

মূলত ওয়াল্টন এর নতুন দুটি ডিভাইস Walton Primo NXWalton Primo R2 বাজারে আনার কারণেই ওয়াল্টন তাদের পুরোনো ডিভাইসগুলোর দাম কমালো। তাছাড়া ঈদ উপলক্ষে ডিভাইস কেনার ক্ষেত্রেও এই ছাড় নিঃসন্দেহে ক্রেতাদের তাদের ডিভাইস কিনতে আকৃষ্ট করবে।

আপনার কী মনে হয় এই ছাড়ের মাধ্যমে ওয়াল্টন তাদের প্রতিদ্বন্দ্বীদের থেকে এক ধাপ এগিয়ে গেল ? নাকি বাজারে থাকা তাদের প্রতিদ্বন্দ্বীরাও এর পাল্টা জবাব দেবে ? এবার শুধু দেখার পালা দাম কমার ফলে বাজারে এর কতটুকু প্রভাব পড়ে। আপনাদের মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন। আর দেশের বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অ্যান্ড্রয়েড সম্পর্কিত সর্বশেষ খবরাখবর পেতে চোখ রাখুন অ্যান্ড্রয়েড কথন এর পাতায়।