[গুজব] মে মাসে আসতে পারে নতুন নেক্সাস ৫ ও নেক্সাস ৭.৭

নেক্সাস

ইন্টারনেট জগতে গুজব ছড়ানোর যেন কোনো থামাথামি নেই। নতুন কোনো ডিভাইস বের হতে না হতেই এরপর কী আসতে যাচ্ছে তা নিয়ে হৈ-চৈ শুরু হয়ে যায়। ঠিক তেমনটাই ঘটছে আবারও। যেখানে গুগলের নতুন নেক্সাস ৪ আর নেক্সাস ১০ এখনও বাজারে খুব একটা সহজলভ্য হয়ে ওঠেনি, সেখানে নতুন নেক্সাস ডিভাইস নিয়ে গুজব রটেছে ইন্টারনেট জগতে। আর নতুন এসব নেক্সাস ডিভাইসের নাম শোনা যাচ্ছে নেক্সাস ৫ ও নেক্সাস ৭.৭।

নেক্সাস ৫

সূত্র জানিয়েছে, আগামী প্রজন্মের নেক্সাস ৫-এ থাকবে নামের মতোই ৫ ইঞ্চি ডিসপ্লে। এতে ৪৪০ পিক্সেল পার ইঞ্চি (পিপিআই) 1920 x 1080 পিক্সেল রেজুলেশন থাকবে। সেইসঙ্গে নতুন এনভিডিয়া টেগরা ৪ প্রসেসর, ২ গিগাবাইট র‌্যাম, ৮/১৬ গিগাবাইট স্টোরেজ ও ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা থাকবে যার সঙ্গে থাকবে এলইডি ফ্ল্যাশ ও অটো ফোকাস প্রযুক্তি। এছাড়াও সামনের দিকে ৩ মেগাপিক্সেল ক্যামেরাও দেয়া থাকবে।

এখানেই শেষ নয়। জানা গেছে, নেক্সাস ৫-এর দাম হবে ২৯৯ ডলার; যা বর্তমানে নেক্সাস ৪-এর দাম। নেক্সাস ৪-এর উৎপাদন বন্ধ করে নেক্সাস ৫ একই দামে বিক্রি করা হবে বলে কোরিয়ান একটি ফোরামে জানা গেছে।

নেক্সাস ৭.৭

নেক্সাস ৫ ফোনের পাশাপাশি ৭.৭ ইঞ্চি আকারের নেক্সাস ৭.৭ ঘোষণা করতে পারে গুগল। জানা গেছে, এর দামও ২৯৯ ডলার থেকে শুরু হবে আর এর হার্ডওয়্যারে থাকবে ৭.৭ ইঞ্চি WUXGA রেজুলেশন ডিসপ্লে যার পিপিআই ২৯৪। পাশাপাশি এনভিডিয়া টেগরা ৪ প্রসেসর, ২ গিগাবাইট র‌্যাম, ৮/১৬ গিগাবাইট স্টোরেজ ও দু’টি ক্যামেরা থাকবে নতুন এই ট্যাবলেটে।

তবে নতুন ট্যাবগুলোই অ্যান্ড্রয়েডের কোন সংস্করণ ব্যবহার করা হবে সে ব্যাপারে কোনো “গুজব” ছড়ায়নি। অবশ্য এই ধারণা করে নেয়াই যায় যে, গুগলের সত্যিই নতুন নেক্সাস বাজারে আনার পরিকল্পনা থাকলে তাতে অ্যান্ড্রয়েড কি লাইম পাই (Key Lime Pie) ৫.০-ই দেয়া থাকবে।

কেবলই গুজব?

গুগলের অ্যান্ড্রয়েড বিভাগের কর্মকর্তা সপ্তাহখানেক আগে প্রভাবশালী সংবাদমাধ্যম দি নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে গুগলের নেক্সাস ডিভাইসসমূহ নিয়ে তাদের পরিকল্পনার কথা জানিয়েছেন। সাক্ষাৎকারটি বাংলায় অ্যান্ড্রয়েড কথনে প্রকাশিত হয়। তিনি জানান, অ্যাপলের মতো বড় বড় কোম্পানিগুলো যেখানে অতিরিক্ত দাম আদায় করছে স্মার্টফোন ও ট্যাবলেট ক্রেতাদের কাছ থেকে, সেখানে গুগল চাচ্ছে মানুষকে যত কম মূল্যে সম্ভব নতুন প্রজন্মের নতুন সব প্রযুক্তির স্মার্টফোন ও ট্যাবলেট মানুষের হাতে পৌঁছে দিতে। গুগলের নেক্সাস ৭, নেক্সাস ৪ ও নেক্সাস ১০-এর হার্ডওয়্যার স্পেসিফিকেশন ও দামে আমরা ঠিক তেমনটাই দেখতে পেয়েছি।

তাই নতুন নেক্সাস ৫ আর নেক্সাস ৭.৭ কেবলই গুজব নাও হতে পারে। কেননা, এতেও আমরা দেখছি নতুন সব প্রযুক্তির সমন্বয় ও হাতের নাগালে থাকা মূল্য। তবে গুগলের I/O কনফারেন্স অনুষ্ঠিত হবে আগামী মে মাসে। তাই এখনই গুগল কী ঘোষণা করতে যাচ্ছে সে সম্পর্কে ধারণা করা মুশকিল। তবে এতোটাই কমদামে যদি নতুন নেক্সাস ডিভাইস বাজারজাত করে গুগল, তাহলে ক্রেতারা বোধহয় খুশিই হবেন।

আপনার কী মত?