অক্টোবরেই আসতে পারে সনি এক্সপেরিয়া টি, জানা গেছে সম্ভাব্য দাম

এক্সপেরিয়া টিবার্লিনে হয়ে যাওয়া আইএফএ প্রদর্শনীর আগেরদিন সনি ঘোষণা দেয় তাদের নতুন তিনটি সেট, এক্সপেরিয়া টি, ভি ও জে-এর। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ও কোম্পানিটির নতুন ফ্ল্যাগশিপ প্রোডাক্ট হিসেবে ঘোষণা করা হয় এক্সপেরিয়া টি-এর নাম। আগ্রহীরা এতোদিন ধরে এটি কবে আসবে সে সম্পর্কে কোনো ধারণা না পেলেও সম্প্রতি যুক্তরাজ্যের ‘আনলকড মোবাইলস’ নামের এক বিক্রেতা প্রতিষ্ঠান অক্টোবরের ১ তারিখে সেটটি বাজারে আনার কথা জানিয়েছে।

সাধারণত কোনো সেট কবে বাজারে আসবে সে ব্যাপারে নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত খুচরা বিক্রেতারা তাদের সাইটে যে মাসে সংশ্লিষ্ট সেটটি বাজারে আসতে পারে সে মাসের ১ তারিখ লিখে দেয়।  সেই হিসেবে অক্টোবরের ১ তারিখের কথা লেখা হলেও বৃটেনের ব্যবহারকারীরা অক্টোবর মাসজুড়ে যে কোনো সময় এক্সপেরিয়া টি কিনতে পারবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ জেমস বন্ড মুভিতে এক্সপেরিয়া টি

সনি এক্সপেরিয়া টি সেটটিতে রয়েছে ১.৫ গিগাহার্জ কোয়ালকম এস৪ প্রসেসর, ১ গিগাবাইট র‌্যাম, ৪.৬ ইঞ্চি স্ক্রিন ও অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ জেলি বিন। ৪১৫ পাউন্ডে সেটটি প্রাথমিকভাবে বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই হিসেবে এর দাম আসে ৬৬৫ ডলার ও বাংলাদেশি টাকায় প্রায় ৫৫ হাজার টাকা। তবে এই সেট যদি এই দামেই বিক্রি হয়, তাহলে তা বাংলাদেশে আসতে আসতে এর দাম ৭০ হাজারের কাছাকাছি গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

সনি এক্সপেরিয়া টি সম্পর্কে আরও তথ্য পাবেন এখানে