[আইএফএ ২০১২] শুরুর আগেই মন মাতানো সব ডিভাইস দেখালো সনি: এক্সপেরিয়া টি, এক্সপেরিয়া ভি, এক্সপেরিয়া জে

বার্লিনে বার্ষিক আইএফএ প্রদর্শনী শুরু হবে ৩১ তারিখ থেকে। তার আগেই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সংবাদ সম্মেলনের আয়োজন করেছে যেখানে তারা প্রদর্শনীতে ভোক্তারা যেসব পণ্য দেখতে পারবেন সেগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করছে। আর এদের মধ্যে সনিই প্রথম সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। নতুন পণ্যগুলো দেখাতে গিয়ে সনি ব্যবহারকারীদের চমকে দিয়েছেই বলা চলে। নতুন ফ্ল্যাগশিপ এক্সপেরিয়া টি এর পাশাপাশি এক্সপেরিয়া ভি, এক্সপেরিয়া জে-সহ আরও বেশ কিছু নতুন নতুন ডিভাইস দেখিয়েছে সনি। চলুন দেখে আসি সেসব ডিভাইসের স্পেসিফিকেশনস বা বৈশিষ্ট্যসমূহ।

সনি এক্সপেরিয়া টি

এক্সপেরিয়া টি

এক্সপেরিয়া টি

সনি এক্সপেরিয়া টি হচ্ছে সনির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন। অর্থাৎ, এটি হবে সনির বর্তমান প্রধান পণ্য যার প্রচারণা তারা সবচেয়ে বেশি করবে (যেমনটা স্যামসাং করে থাকে গ্যালাক্সি এস থ্রি নিয়ে)।  ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও বিল্ট-ইন এনএফসি প্রযুক্তি এবং ১.৫ গিগাহার্জ ডুয়েল-কোর প্রসেসর। এর আগে আমরা ধারণা করেছিলাম এই সেটের নাম হবে এক্সপেরিয়া টিএক্স। তবে আন্তর্জাতিকভাবে টি নামেই এই সেটটির উদ্বোধন করা হলো। অবশ্য সনি জানিয়েছে, কিছু কিছু দেশে এটি এক্সপেরিয়া টিএক্স নামেই বিক্রি হবে।

আপডেটঃ জেমস বন্ডকে আগামী মুভিতে এক্সপেরিয়া টি ব্যবহার করতে দেখা যাবে। বিস্তারিত

সনি এক্সপেরিয়া টি-এর বৈশিষ্ট্যগুলো নিম্মরূপঃ

  • ৪.৬” এইচডি রিয়েলিটি ডিসপ্লে যাতে রয়েছে শক্তিশালী ব্রাভিয়া ইঞ্জিন।
  • ১৩ মেগাপিক্সেল ক্যামেরা যেটি সেকেন্ডেই ছবি তুলতে পারে।
  • ১০৮০পি রেজুলেশনের এইচডি রেকর্ডিং-এর সুবিধা। এছাড়াও সামনের ক্যামেরা দিয়ে ৭২০পি এইচডি রেজুলেশনে ছবি তোলার সুবিধা।
  • নিয়ার-ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি প্রযুক্তির সুবিধা যার মাধ্যমে দু’টি ফোন কাছে রেখে কোনো ইন্টারনেট, ব্লুটুথ বা ওয়াই-ফাই সংযোগ ছাড়াই ছবি ও অন্যান্য ফাইল ট্রান্সফার করা যাবে।
  • ১.৫ গিগাহার্জ ক্ষমতার ডুয়েল-কোর প্রসেসর।
  • প্লেস্টেশন-সার্টিফায়েড, যে ব্যাপারে আমরা আগেও ধারণা করেছিলাম।
  • অ্যান্ড্রয়েড ৪.০.৪ আইসক্রিম স্যান্ডউইচ। তবে বলা হচ্ছে, সেটটি বাজারে আসার আগেই একে জেলি বিন-এ আপডেট করা হবে।
  • কিছু কিছু দেশে এক্সপেরিয়া টি সেটটি এক্সপেরিয়া টিএক্স নামে বিক্রি হবে।

সব মিলিয়ে বেশ অত্যাধুনিক একটি সেট এক্সপেরিয়া টি/টিএক্স। এখন বাজারে আসার পর এলজি, স্যামসাং ও অন্যান্য কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় কতটুকু টিকতে পারে সেটাই দেখার বিষয়।

 

সনি এক্সপেরিয়া ভি

এক্সপেরিয়া ভি

উপরের ছবি দেখে নিশ্চয়ই খটকা লাগছে যে, এটি তো এক্সপেরিয়া টি এর মতোই দেখা যাচ্ছে, তাই না? আসলে এক্সপেরিয়া টি ও ভি এর মধ্যে খুবই অল্প পার্থক্য রয়েছে। এক্সপেরিয়া টি এর স্ক্রিন সাইজ হচ্ছে ৪.৬ ইঞ্চি যেখানে এক্সপেরিয়া ভি এর স্ক্রিন সাইজ হচ্ছে ৪.৩ ইঞ্চি। এটি অত্যন্ত দ্রুতগতির এলটিই কানেক্টিভিটির সঙ্গে আসবে বলে জানিয়েছে সনি। এছাড়া এক্সপেরিয়া টি আর ভি এর মধ্যে আর তেমন কোনো পার্থক্যই নেই।

 

সনি এক্সপেরিয়া জে

এক্সপেরিয়া জে

 

সনি এক্সপেরিয়া জে হচ্ছে সনির মতে এন্ট্রি-লেভেল স্মার্টফোন যেটি ব্যবহারকারীরা তুলনামূলক কমদামে কিনতে পারবেন। উপরের সেটগুলো দেখে কেনার সাধ জাগলেও অনেক ব্যবহারকারীই এতো টাকা খরচ করে নতুন স্মার্টফোন কিনতে পারবেন না। তাদের হতাশ না করতে সনি এনেছে নতুন এই স্মার্টফোন। এতে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা ও ৫১২ মেগাবাইট র‌্যাম, যা এ সময়ের স্মার্টফোনগুলোর তুলনায় যথেষ্টই কম। আর এতে চলবে আইসক্রিম স্যান্ডউইচ (অ্যান্ড্রয়েড ৪.০)। এক্সপেরিয়া টি নিয়ে বিস্তারিত রয়েছে নিচেঃ

 

  • 9.2 মিলিমিটার পুরুত্ব ও বেশ স্টাইলিশ ডিজাইন।
  • ৪ ইঞ্চি এফডব্লিউভিজিএ ডিসপ্লে।
  • ৫ মেগাপিক্সেল অটো ফ্ল্যাশ ক্যামেরা।
  • ফ্রন্ট চ্যাট ক্যামেরা।
  • কালো, সোনালী, সাদা ও গোলাপী রঙের কেসিং।

সনি আইএফএ কনফারেন্সে স্মার্টফোনের পাশাপাশি নতুন হাইব্রিড আল্ট্রাবুক ও মিররলেস ক্যামেরাও এনেছে। এসব ডিভাইস সম্পর্কে বিস্তারিত তথ্য ও রিভিউ পাওয়ামাত্রই আপনারা অ্যান্ড্রয়েড কথনে তা পাবেন।

সনির নতুন ডিভাইসগুলোর জন্য উৎসুক কে কে মন্তব্যের ঘরে অবশ্যই আওয়াজ তুলুন।