ফায়ারফক্স ওএস-এর উপর ভিত্তি করে নতুন MiOS অপারেটিং সিস্টেম তৈরি করছে শাওমি

 

মজিলা সামিট ২০১৩

ফায়ারফক্স ওএস-এর বেশ কিছু পার্টনার।

চাইনিজ প্রস্তুতকারক শাওমি (Xiaomi) ইতোমধ্যেই সারাবিশ্বে তাদের Mi সিরিজের স্মার্টফোনের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। কোম্পানিটির এখন পর্যন্ত বাজারে আনা সব স্মার্টফোনই অ্যান্ড্রয়েডের উপর ভিত্তি করে তৈরি কাস্টম অপারেটিং সিস্টেমে কাজ করে যার নাম MIUI। তবে সম্প্রতি জানা গেছে, অ্যান্ড্রয়েডের উপর নির্ভরযোগ্যতা কমাতে প্রতিষ্ঠানটি এবার তারা ফায়ারফক্স ওএস-এর দিকে ঝুঁকছে।

সূত্র জানিয়েছে, ফায়ারফক্স ওএস-ও কোম্পানিটি নিজেদের মতো করে কাস্টোমাইজ করে নেবে। অ্যান্ড্রয়েডের কাস্টোমাইজের মতোই ফায়ারফক্স ওএস-এর কাস্টোমাইজড সংস্করণের নাম দেয়া হচ্ছে MiOS।

ফায়ারফক্স মূলত একটি ওয়েব ব্রাউজার হলেও এর উপর ভিত্তি করে একটি মোবাইল ফোন ও ট্যাবলেটের উপযোগী অপারেটিং সিস্টেম তৈরি করেছে মজিলা, যা ইতিমধ্যেই বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে পাওয়া যাচ্ছে।

মূলত লো-এন্ড হার্ডওয়্যারের জন্য এই অপারেটিং সিস্টেম তৈরি করা হলেও সাম্প্রতিক সময়ে হাই-এন্ড স্মার্টফোনেরও দেখা মিলেছে যেগুলোয় চলছে ফায়ারফক্স ওএস।

সূত্রমতে, শাওমি গত এপ্রিল থেকেই ফায়ারফক্স ওএস-এর উপর ভিত্তি করে তাদের MiOS তৈরির কাজ করছে। এখনও এ নিয়ে তারা আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও নতুন এই অপারেটিং সিস্টেমটির নামে দু’টি ডোমেইনও কিনে রেখেছে প্রতিষ্ঠানটি।

তবে শাওমির ফায়ারফক্স ওএস-ভিত্তিক MiOS-এর ডিজাইন অ্যান্ড্রয়েড-ভিত্তিক MIUI এর চেয়ে আলাদা হবে বলেই চীনের একটি অনলাইন সংবাদমাধ্যম জানিয়েছে।

স্মার্টফোন বাজারের অধিকাংশই অ্যান্ড্রয়েড-ভিত্তিক হয়ে থাকে বলে নিজেদের স্মার্টফোনগুলোয় কিছুটা বৈচিত্র্য আনতে এবং ব্যবহারকারীদের একাধিক অপারেটিং সিস্টেম থেকে বেছে নেয়ার সুবিধা দিতেই ফায়ারফক্স ওএস নিয়ে কাজ করছে চাইনিজ এই কোম্পানি।