গ্রামীণফোন ও সিম্ফনি বাংলাদেশে আনলো ফায়ারফক্স ওএস ফোন, GoFox F15

অবশেষে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে অবমুক্ত হলো মজিলার তৈরি স্মার্টফোন অপারেটিং সিস্টেম ফায়ারফক্স ওএস। আজ মঙ্গলবার রাজধানীর দি ওয়েস্টিনে উদ্বোধনী এই অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রামীণফোন ফায়ারফক্স ওএস-চালিত ফোন GoFox F15 আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করে।

সূত্র জানিয়েছে, সিম্ফনির তৈরি ফায়ারফক্স ওএস-চালিত এই স্মার্টফোনটি গ্রামীণফোন ব্যবহারকারীরা মাত্র ৪,৬৫০ টাকায় (৬০ ডলার)  কিনতে পারবেন। ফোনের বিশেষ সুবিধা হিসেবে ব্যবহারকারীরা পাবেন টেলিনর ডিজিটালের “WowBox” সার্ভিস, যার মাধ্যমে ব্যবহারকারীরা বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। টেলিনর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যবহারকারী ফোনের মার্কেটপ্লেসে একবার ঢুকলেই WowBox একদিনের জন্য তাদের ২০ মেগাবাইট ফ্রি ইন্টারনেট ডাটা ব্যবহারের সুযোগ দেবে।

আরও দেখুন: মজিলার ফায়ারফক্স ওএস সম্পর্কিত ৯টি তথ্য

 

নতুন এই স্বল্পমূল্যের স্মার্টফোনের মধ্য দিয়ে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারে উল্লেখযোগ্য বৃদ্ধির আশা প্রকাশ করেছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিবেক সুদ। এছাড়াও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ টেলিনর ডিজিটাল জানান, টেলিনর, গ্রামীণফোন, মজিলা ও সিম্ফনির সহযোগিতায়ই বাংলাদেশের বাজারে এই ফায়ারফক্স ওএস ফোনটি অবমুক্ত করা সম্ভব হয়েছে।

GoPro F15 স্পেসিফিকেশন

ফায়ারফক্স ওএস-চালিত GoFox F15 ফোনে রয়েছে ৩.৫ ইঞ্চি ডিসপ্লে যার রেজুলেশন এইচভিজিএ (480 x 320) পিক্সেল। এতে রয়েছে ১ গিগাহার্জ সিঙ্গল কোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র‌্যাম, ৫১২ মেগাবাইট স্টোরেজ, ৩জি, ওয়াই-ফাই ও অ্যাক্সেলেরোমিটার সেন্সর। এছাড়াও এতে থাকছে ৩.২ মেগাপিক্সেল ব্যাক ও ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সিম্ফনির তৈরি এই ফোনটিতে চলছে ফায়ারফক্স ওএস-এর ১.৪ সংস্করণ। আর যেমনটা আগেই বলা হয়েছে, এর দাম পড়বে ৪,৬৫০ টাকা। সিম্ফনির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যে এই স্পেসিফিকেশন জানা গেছে। ফোনটি বাজারে আসবে আগামী ২৮শে সেপ্টেম্বর।

ওয়েবকে সবার হাতে পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে তৈরি মজিলার এই স্মার্টফোন অপারেটিং সিস্টেম চালিত ফোন বাংলাদেশ নিয়ে সর্বমোট ২৩টি দেশে পাওয়া যাচ্ছে। এর আগে ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে মুক্তি পায় ফায়ারফক্স ওএস-চালিত ইনটেক্স ক্লাউড এফএক্স ফোন

গ্রামীণফোন-সিম্ফনির নতুন ফায়ারফক্স ওএস ফোন নিয়ে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না।

ছবি: টেলিনর ডিজিটাল, মজিলা ব্লগ