অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট আপডেট রিলিজ হওয়ার আগ মুহূর্তে গুগল জানায়, বিশেষ করে কমদামী ও কম হার্ডওয়্যারের ডিভাইসগুলোর জন্য উপযোগী করে কিটক্যাট ডিজাইন করা হচ্ছে, যাতে করে পুরনো অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে লো-এন্ড হার্ডওয়্যারের জন্য ব্যবহারকারীরা পুরনো অ্যান্ড্রয়েড সংস্করণে আটকে না থাকতে হয়। গুগল নিজেই পুরনো অথচ জনপ্রিয় ডিভাইস গ্যালাক্সি নেক্সাসে কিটক্যাট আপডেট দেবে না বলে জানিয়ে দিয়েছে। কিন্তু তাতে কি! ডেভেলপারদের কল্যাণে এবার ৫১২ মেগাবাইট র্যামের ডিভাইসে চলে এসেছে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট।
আর ৫১২ মেগাবাইট র্যামের সেই ফোনটি হলো নেক্সাস ওয়ান।
নেক্সাস ওয়ান অ্যান্ড্রয়েডের টাইমলাইনে অনেক আগের একটি ডিভাইস। গুগলের প্রথম এই নেক্সাস ডিভাইস এক সময় বেশ জনপ্রিয় ছিল। বিশেষ করে ডেভেলপারদের মধ্যে এর জনপ্রিয়তা বেশি ছিল। কিন্তু অ্যান্ড্রয়েডের এক বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে আইসক্রিম স্যান্ডউইচ আপডেট, যেটি নেক্সাস ওয়ান-এ আসবে না বলে জানিয়ে দেয় গুগল। আর সেই থেকেই নেক্সাস ওয়ান-এর জনপ্রিয়তাও অনেকটা কমতে শুরু করে।
কিন্তু কাস্টম রম ডেভেরপারদের কল্যাণে গুগলের কিটক্যাট সংক্রান্ত ঘোষণাকে সত্যি প্রমাণ করা সম্ভব হলো। কেননা, নেক্সাস ওয়ান-এর জন্য সফলভাবে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট চালিত একটি কাস্টম রম ডেভেলপ করা সম্ভব হয়েছে। ডেভেলপারদের অন্যতম বৃহত্তম ফোরাম এক্সডিএ ফোরামস-এ নতুন এই নেক্সাস ওয়ান-এর কিটক্যাট রম নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে।
যদিও নতুন এই কিটক্যাট-ভিত্তিক রমে নেক্সাস ওয়ানের ক্যামেরা খুব একটা ভালোমতো কাজ করে না, কিন্তু তাতে কী! যেখানে আইসক্রিম স্যান্ডউইচ আপডেটই দেয়া হয়নি, সেই ডিভাইসে কিটক্যাট ব্যবহার করা যাচ্ছে এটাই কি অনেক কিছু নয়? অন্তত এর মধ্য দিয়ে প্রমাণিত হলো গুগল সত্যিই অ্যান্ড্রয়েডকে কমদামী ও কম হার্ডওয়্যারের ডিভাইসগুলোর উপযোগী করে তোলার জন্য কাজ করছে। আর করবেই না বা কেন, অ্যান্ড্রয়েডের এই রাজত্বের পেছনে লো-এন্ড ডিভাইসগুলোর অবদানও তো নিতান্ত কম নয়।
অতএব, নেক্সাস ওয়ান হাতে থাকলে এখনই ইন্সটল করে ফেলুন অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট ও আপনার অভিজ্ঞতা জানান মন্তব্যের ঘরে। কিটক্যাট ব্যবহারকারীরাও জানান এ পর্যন্ত কিটক্যাট নিয়ে আপনার অভিজ্ঞতার কথা।