গুগল হঠাৎ করেই অ্যান্ড্রয়েডের আগামী সংস্করণ ৪.৪-এর নতুন নাম ঘোষণা করে। কি লাইম পাই নামটি এতোদিন শোনা গেলেও কিটক্যাটই হবে নতুন এই সংস্করণের নাম, যা গুগল ও নেসলে’র সূত্র নিশ্চিত করেছে। এই খুশিতে গুগলের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত হেডকোয়ার্টারের সামনে ইতোমধ্যেই এক বিশাল অ্যান্ড্রয়েড কিটক্যাট রোবট অবমুক্ত করা হয়েছে।
গুগল সেই অবমুক্তকরণের একটি ভিডিও তৈরি করে প্রকাশ করে। ইচ্ছে ছিল, গুগল অফিসের সামনে কিটক্যাটের উদ্বোধন সারা বিশ্বকে দেখানো। কিন্তু তার পরিবর্তে গুগল সারা বিশ্বকে নেক্সাস ৫ দেখিয়ে ফেলেছে!
(আরও পড়ুনঃ অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ৪.৪-এর নামকরণ হলো “কিটক্যাট”)
হ্যাঁ, গুগলের এই নিজস্ব ভিডিওতেই সম্ভবত অনিচ্ছাপূর্বক একটি নেক্সাস লোগো-সম্বলিত ফোন ধরা পড়েছে। এই ফোনের সাইজ দেখেই বোঝা যাচ্ছিল এটি নেক্সাস ৪ নয়। আর নেক্সাস ৪-এর চেয়ে বড় নেক্সাস ফোন বলতে এখন নেক্সাস ৫-ই রয়েছে, যার গুজব অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল।
গুগলের ভিডিও এডিটরদের চোখ এড়িয়ে গেলেও অনেকগুলো ফোনের মাঝে নতুন এই নেক্সাস ফোনটি চিনে নিতে অসুবিধা হয়নি দর্শকদের। আর এই খবর ছড়িয়ে পড়ার পর গুগল ভিডিওটি মুছে দিয়েছে।
কিন্তু কেউ একজন আগে থেকেই ধারণা করেছিলেন যে ভিডিওটি সরিয়ে ফেলা হতে পারে। তাই এটি ডাউনলোড করে অন্যত্র আপলোড করা ছিল। অ্যান্ড্রয়েড কথনের পাঠকদের জন্য ভিডিওটি আপলোড করে নিচে সংযুক্ত করে দেয়া হলো। দেখে নিন অ্যান্ড্রয়েড কিটক্যাটের উদ্বোধন এবং একইসঙ্গে নেক্সাস ৫-এর এক ঝলক।
ভিডিটির ৫১-৫৩ সেকেন্ডের দিকে সম্ভাব্য নেক্সাস ৫-এর দেখা পড়বে।
গুগলের নতুন এই নেক্সাস ফোন দেখে কী মনে হচ্ছে?