এখন ছবি থেকেই অনুবাদ করতে পারবে গুগল ট্রান্সলেট অ্যাপ

বিদেশ বিভূঁইয়ে যাত্রার সময় অচেনা ভাষা নিজের ভাষায় অনুবাদ করার জন্য গুগল ট্রান্সলেট একটি অত্যন্ত কাজের অ্যাপ্লিকেশন। মূলত ওয়েবেও এর অনেক ব্যবহার রয়েছে। যে লেখাটি বুঝতে পারছেন না সেটি কপি করে গুগল ট্রান্সলেটরে দিলেই আপনার পছন্দের ভাষায় তা অনুবাদ হয়ে যাবে। কিন্তু যাতায়াতকালে রাস্তায় বা রেস্টুরেন্টে যখন কোনো ছাপানো লেখা অনুবাদের প্রয়োজন হয়, তখন আপনি কী করবেন?

ঠিক সেই সময়ের কথা ভেবেই গুগল তাদের অ্যান্ড্রয়েডের ট্রান্সলেট অ্যাপ্লিকেশনটি আপডেট করেছে। এখন আপনার অ্যান্ড্রয়েড ক্যামেরা দিয়েই যে লেখা অনুবাদ করতে চান তার ছবি তুলে গুগল ট্রান্সলেট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার পছন্দের ভাষায় অনুবাদ করতে পারবেন।

গুগল ট্রান্সলেট অ্যাপ্লিকেশনপ্রক্রিয়াটা বেশ সহজ। যখনই কোনো কিছুর অনুবাদ করা দরকার হবে, গুগল ট্রান্সলেট অ্যাপ্লিকেশনটি চালু করে সেই লেখার ছবি তুলবেন। এরপর যেই লাইনটি অনুবাদ করা দরকার, তার উপর স্পর্শ করে ব্রাশ বা সোয়াইপ করলেই কিছুক্ষণের মধ্যে গুগল লেখাটি পড়ে তা অনুবাদ করে দেখাবে। আর সবসময়ের মতোই আপনি এই অনূদিত লেখাটি গুগল ট্রান্সলেট ভয়েসের মাধ্যমে শুনতেও পারবেন।

গুগল ট্রান্সলেটের এই ক্যামেরার মাধ্যমে অনুবাদ করার ক্ষমতা এখনও বেশ কয়েকটি ভাষার মধ্যেই সীমাবদ্ধ। এগুলো হচ্ছে চেক, ডাচ, ইংরেজি, পর্তুগীজ, ফরাসী, পলিশ, জার্মান, ইতালিয়ান, রাশান, স্প্যানিশ এবং তুর্কিশ। গুগল জানিয়েছে, আরও ভাষা যোগ করার জন্য তাদের টিম কাজ করে যাচ্ছে।

গুগল ট্রান্সলেটের এই সুবিধাটি কাজে আসতে পারে যখন আপনি বিদেশে ভ্রমণরত অবস্থায় কোনো রেস্টুরেন্টে খাবারের অর্ডার দিতে যাবেন অথবা যখন রাস্তার কোনো সাইনবোর্ড অথবা জাদুঘরের সামগ্রীর সামনে রাখা বোর্ডের লেখা ভাষা বুঝতে পারবেন না। প্রায় একই ধরনের কাজের জন্য ওয়ার্ড লেন্স নামের আরেকটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন থাকলেও সেটি বিনামূল্যে পাওয়া যায় না। অন্যদিকে গুগল ট্রান্সলেট অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বিনামূল্যে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।

গুগল প্লে স্টোর লিংকঃ গুগল ট্রান্সলেটgoogle translate qr code

গুগল ট্রান্সলেট অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন তো? এ পর্যন্ত কীভাবে গুগল ট্রান্সলেট অ্যাপ্লিকেশন আপনাকে সাহায্য করেছে?