মটোরোলা আনলো মাত্র ১৭৯ ডলারের কোয়াড-কোর ফোন ‘মটো জি’

মটো জি

মটোরোলার মটো এক্স ফোনের দাম কমার পরপর এবার অবিশ্বাস্য কমদামে অ্যান্ড্রয়েড ফোনের ঘোষণা দিলো মটোরোলা। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ মটোরোলা অবমুক্ত করেছে তাদের নতুন ফোন, মটো জি, যেটি দেখতে অনেকটাই মটো এক্স-এর মতো হলেও ফিচার এবং দাম তুলনামূলক কম।

মটোরোলা জানিয়েছে, মাত্র ১৭৯ ডলারে ৮ গিগাবাইট স্টোরেজের মটো জি পাওয়া যাবে কোনোপ্রকার চুক্তি বা ক্যারিয়ার লক ছাড়াই। আর ১৬ গিগাবাইটের জন্য ক্রেতাকে গুণতে হবে মাত্র ১৯৯ ডলার।

এতো অল্প দামে মটো জি দিচ্ছে ৪.৫ ইঞ্চি ৭২০পি ডিসপ্লে, কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৪০০ প্রসেসর, ১ গিগাবাইট র‌্যাম, ৫ মেগাপিক্সেল ব্যাক এবং ১.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ২,০৭০ এমএএইচ ব্যাটারি। দেখতে একেবারেই মটো এক্স-এর মতো হলেও পার্থক্য চোখে পড়বে ফ্রন্ট ক্যামেরা এবং পেছনের স্পিকারের ক্ষেত্রে, যেগুলো মটো এক্স-এ ডানদিকে থাকলেও মটো জি-তে দেয়া হয়েছে বামদিকে। ফোনটি প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ৪.৩ জেলি বিনে চললেও শিগগিরই কিটক্যাট আপডেট আসছে বলেও জানিয়েছে মটোরোলা।

মটো জি

এলটিই সুবিধা না থাকলেও প্রযুক্তি বিষয়ক সাইট দি ভার্জ জানিয়েছে, মটো জি যথেষ্টই দ্রুত কাজ করতে সক্ষম। বিশেষ করে স্বল্পমূল্যের অ্যান্ড্রয়েডে যেই পারফরম্যান্সে দুর্বলতা দেখা যায়, মটো জি-তে অন্তত সেটা নেই বলেই জানিয়েছে একাধিক সূত্র, যদিও এগুলো একেবারেই প্রাথমিক অভিজ্ঞতা। আসলেই কেমন পারফরম্যান্স দিতে পারে মটো জি, তা জানতে ডিভাইসগুলো বাজারে আসার অপেক্ষা করতে হবে।

মটোরোলা আজ থেকেই ব্রাজিল এবং ইউরোপের কয়েকটি দেশে বিক্রি শুরু করছে মটো জি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পুরো ইউরোপের পাশাপাশি ল্যাটিন আমেরিকা ও কানাডায় এটি মুক্তি পাবে বলে জানিয়েছে মটোরোলা। এছাড়াও আগামী জানুয়ারিতেই এটি ভারতের বাজারে চলে আসবে বলেও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

এতো কম দামে অ্যান্ড্রয়েড ফোন আরও অনেক আগে থেকেই আন্তর্জাতিক বাজারে থাকলেও এই প্রথম নেক্সাস ডিভাইসের চেয়েও কমদামে প্রথম শ্রেণীর কোনো ব্র্যান্ড অ্যান্ড্রয়েড ফোনের ঘোষণা দিলো। আর মজার বিষয় হচ্ছে, নেক্সাসের মতোও এই ডিভাইসের পেছনেও রয়েছে গুগল, কেননা মটোরোলা মোবিলিটিকে আরও অনেক আগেই কিনে নিয়েছে সার্চ জায়ান্ট এই কোম্পানিটি, তাই স্বভাবতঃই স্বল্প ব্যয়ে স্মার্টফোন কিনতে আগ্রহীদের চোখ থাকবে এখন মটো জি ফোনের দিকে।

মটো জি ফোন নিয়ে আপনার মতামত কী? ফোনটি বাজারে আসলে কেনার কথা ভাববেন?