অ্যান্ড্রয়েড ৪.২ পাবে না নেক্সাস এস এবং মটোরোলা জুম ট্যাব

নেক্সাস ডিভাইসের অন্যতম সুবিধাই হলো অ্যান্ড্রয়েডের যে কোনো আপডেট সবার আগে পাওয়া যায়, এমন সব বড় বড় কথা আগের একটা পোস্টে আমরা বলছিলাম! কিন্তু নেক্সাস এস-কে যেন আর নেক্সাস পরিবারের বলে গুণছে না গুগল। সেই সঙ্গে অনেক আগে বাজারে আসা মটোরোলা Xoom ট্যাবলেটকেও অ্যান্ড্রয়েডের আগামী সব আপডেট থেকে বঞ্চিত করেছে গুগল।

সম্প্রতি গুগলের অ্যান্ড্রয়েড প্রকল্পের টেকনিক্যাল লিড Jean-Baptiste Queru সম্প্রতি গুগল গ্রুপে নতুন একটি পোস্ট প্রকাশের মধ্য দিয়ে জানিয়েছেন, নেক্সাস এস এবং মটোরোলা জুম ব্যবহারকারীদের জন্য অ্যান্ড্রয়েড ৪.১.২-ই শেষ আশ্রয়স্থল। তারা নবউন্মোচিত অ্যান্ড্রয়েড ৪.২ কিংবা আগামী দিনের কোনো অ্যান্ড্রয়েড আপডেট পাবেন না।

এর ফলে এই দুই ডিভাইসের মালিকরা ফটোস্ফিয়ার, প্রেডিক্টিভ কিবোর্ড, মাল্টি ইউজার প্রোফাইলসহ অ্যান্ড্রয়েড ৪.২-এর সঙ্গে আসা নতুন সুবিধাগুলো আর পাবেন না। তবে এমনটা হওয়ারই ছিল। কেননা, নেক্সাস এস বাজারে এসেছে ২০১০ সালের ডিসেম্বরে। প্রায় দুই বছর টানা সাপোর্ট দেয়ার পর স্বাভাবিকভাবেই ডিভাইসের হার্ডওয়্যারের সঙ্গে সফটওয়্যারের চাহিদার খাপ না খেতে পারে। কিন্তু যাদের কাস্টম রম ব্যবহারের ইচ্ছে আছে, তাদের কোনো চিন্তা নেই। কেননা, ডেভেলপাররা এই ডিভাইসগুলোর উপযোগী করে কাস্টম রম একসময় না একসময় তৈরি করে ফেলবেনই।

আপনার কি নেক্সাস এস বা মটোরোলা জুম ট্যাব রয়েছে? এই ঘোষণায় কি আপনি মর্মাহত?