নেক্সাস ১০-এর সাফল্যের পর এবার আসছে নেক্সাস ১১

মধ্যম-বাজেটে ট্যাবলেট ডিভাইস প্রত্যাশীদের জন্য নেক্সাস ৭ যেমন আদর্শ ডিভাইস হয়ে উঠেছিল, অনেকটা তেমনি তুলনামূলক কমদামে হাই-এন্ড ট্যাবলেট হিসেবে স্যামসাং-এর তৈরি গুগলের নেক্সাস ১০-এর জনপ্রিয়তায় কোনো কমতি ছিল না। এবার সেই সাফল্যের ধারাবাহিকতায়ই গুগল ও স্যামসাং মিলে তৈরি করতে যাচ্ছে নেক্সাস ১০-এর পরবর্তী ডিভাইস, নেক্সাস ১১।

স্যামসাং-এর স্মার্টফোন সংক্রান্ত বিভিন্ন তথ্য বিষয়ক সাইট স্যামমোবাইল সম্প্রতি এই তথ্য জানিয়েছে। তাদের সূত্র  মতে, এই বছরের শেষের দিকেই, যখন অ্যান্ড্রয়েড ৫.০ কি লাইম পাই অবমুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে, তখনই নেক্সাস ১১ আলোর মুখ দেখবে। আর সে জন্য নেক্সাস ১১-এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ৫.০-এর যাত্রা শুরু হবে এমন ধারণাও দেখা দিয়েছে।

স্যামমোবাইল-এর তথ্য অনুসারে, নেক্সাস ১১-তে থাকতে পারে ১১ ইঞ্চি সুপার পিএলএস পিএফটি ডিসপ্লে, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, মাইক্রো-এসডি মেমোরি কার্ডের সুবিধা এবং স্যামসাং-এর সাড়া জাগানো “অক্টা-কোর” প্রসেসর। এটিই স্যামসাং-এর শক্তিশালী অক্টা-কোর চালিত প্রথম হাই-এন্ড নেক্সাস ট্যাবলেট হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গুগল নেক্সাস ১০ অবমুক্ত করার মধ্য দিয়ে ২০১২ সালের শেষের দিকে হাই-এন্ড ট্যাবলেটের বাজারে প্রবেশ করে। এটি নেক্সাস ৪-এর সঙ্গে প্রথম অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন অপারেটিং সিস্টেম বাজারে আনে।

নেক্সাস ট্যাবলেট ছাড়াও স্যামসাং ডুয়েল-কোর প্রসেসরের গ্যালাক্সি ট্যাব ১১, ৭-ইঞ্চি গ্যালাক্সি ট্যাব ডুয়োস ও গ্যালাক্সি ট্যাব ৮ বাজারে আনতে পারে বলে জানিয়েছে স্যামমোবাইল।

তবে নেক্সাস ১১ কিংবা অন্য স্যামসাং ট্যাবলেটগুলোর দাম সংক্রান্ত কোনো তথ্য বা গুজব প্রকাশ করেনি সূত্র।