অ্যান্ড্রয়েড ৫.০ কি লাইম পাই পাচ্ছে ৫টি স্যামসাং ডিভাইস

স্যামসাং সম্প্রতি অবমুক্ত করেছে বহুল প্রতীক্ষিত স্মার্টফোন গ্যালাক্সি এস ৪ যেটিতে অ্যান্ড্রয়েড ৪.২.২ অপারেটিং সিস্টেম চলছে। কিন্তু সম্প্রতি প্রকাশিত কিছু প্রতিবেদন যদি সত্য হয়ে থাকে, তাহলে খুব বেশিদিন অ্যান্ড্রয়েড ৪.২.২ সংস্করণে চলছে না গ্যালাক্সি এস ফোর। ধারণা করা হচ্ছে, আরও চারটি ডিভাইসের সঙ্গে গ্যালাক্সি এস ৪-ও আপডেট হবে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ, ৫.০ কি লাইম পাই-এ।

গুগল তাদের আগামী অ্যান্ড্রয়েড সংস্করণের নাম ঘোষণা করলেও এখন পর্যন্ত এটি কবে নাগাদ রিলিজ হবে সে সম্পর্কিত তথ্য জানায়নি। কিন্তু গুজব রটেছে, মে মাসের গুগল আই/ও-তে এক্স-ফোনের মাধ্যমে কি লাইম পাই-এর উদ্বোধন করবে গুগল। এক্স-ফোন শুরু থেকেই অ্যান্ড্রয়েড ৫.০ কি লাইম পাই-এ চললেও পরবর্তী সময়ে ৫টি স্যামসাং ফোন ও ট্যাবলেট নতুন সেই সংস্করণে আপডেট পাবে বলে জানিয়েছে স্যামমোবাইল-এর একটি সূত্র।

সূত্র অনুসারে, স্যামসাং-এর যেসব ডিভাইস অ্যান্ড্রয়েড ৫.০ কি লাইম পাই-এ আপডেট পাবে, সেগুলো হলোঃ

  • স্যামসাং গ্যালাক্সি এস ৪;
  • স্যামসাং গ্যালাক্সি এস ৩;
  • স্যামসাং গ্যালাক্সি নোট ২;
  • স্যামসাং গ্যালাক্সি নোট ৮.০ এবং
  • স্যামসাং গ্যালাক্সি নোট ১০.১

অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এস ২ ব্যবহারকারীদের জন্য জেলি বিন ৪.২-ই সর্বশেষ আপডেট হবে বলে জানা গেছে। তবে যারা উপরের পাঁচটি ডিভাইস কেনার কথা ভাবছেন বা ইতোমধ্যেই কিনে ফেলেছেন, তাদের জেনে রাখা ভালো যে, সহসাই কি লাইম পাই আপডেট পাচ্ছে না কোনো ডিভাইসই। গুগলের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, অ্যান্ড্রয়েড কি লাইম পাই একটি বড় আপডেট। আর স্যামসাং স্বভাবতঃই সেই আপডেটকে নিজেদের ডিভাইসের জন্য উপযোগী করে কাস্টোমাইজ করতে একটু সময় নেবে।

উল্লেখ্য যে, গ্যালাক্সি নোট এবং গ্যালাক্সি এস ২ ব্যবহারকারীরা জেলি বিনের পর অফিসিয়াল আপডেট না পেলেও কি লাইম পাই-চালিত কাস্টম রম ব্যবহারের সুযোগ পেতে পারেন।