এস পেন সহ এপ্রিলেই দেখা মিলতে পারে স্যামসাং গ্যালাক্সি এস ৪-এর

গ্যালাক্সি এস ৪স্যামসাং গ্যালাক্সি এস ৪ নিয়ে ইতোমধ্যেই ছড়িয়েছে নানা গুজব। অ্যান্ড্রয়েড কথনে গ্যালাক্সি এস ৪ নিয়ে এর আগে একটি পোস্ট প্রকাশিত হয়েছে। নতুন এক কোরিয়ান সূত্র জানিয়েছে আরও আকর্ষণীয় দু’টি তথ্য। তার মধ্যে বেশি আকর্ষণীয় তথ্যটি হচ্ছে, গ্যালাক্সি নোট ২-এর মতোই একটি এস পেন সহই বাজারে আসবে গ্যালাক্সি এস ৪।

কোরিয়ান সূত্রে জানা গেছে, স্যামসাং-এর কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন বলেও গুজব রটেছে। এটি সত্য হলে গ্যালাক্সি নোট ২ ও গ্যালাক্সি এস সিরিজের পার্থক্য কমে আসবে। গ্যালাক্সি নোট ২ ও ১০.১ এই দু’টি ডিভাইসের সঙ্গেই ব্যবহারকারীরা এস পেন নামের বিশেষ এই স্টাইলাস পেয়ে থাকেন যা ক্যাপাসিটিভ টাচস্ক্রিনেও কাজ করার উপযোগী। কিন্তু নতুন এই গ্যালাক্সি এস-এর সঙ্গেও এস পেন পাওয়া গেলে নোট ২-এর চাহিদা কমে আসতে পারে বলেও অনেকেই মনে করছেন।

ইতোমধ্যেই আমরা যেসব তথ্য জানতে পেরেছি, যে অনুযায়ী গ্যালাক্সি এস ৪-এ থাকছে ৫ ইঞ্চি ১০৮০পি এমোলেড ডিসপ্লে ও কোয়াড-কোর এক্সিনস ৫৪৪০ চিপ। এতে অ্যান্ড্রয়েড জেলি বিন থাকতে পারে বলেও গুজব রটেছে। এছাড়াও এতে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা থাকবে বলেও আগে জানা গেছে।

এসব কিছুর পাশাপাশি এও জানা গেছে যে, গ্যালাক্সি এস ৪ আলোর মুখ দেখতে পারে আসছে এপ্রিল নাগাদই। এতে অবশ্য ভালোই হয়েছে। এর আগেই গ্যালাক্সি এস ৪-এর আনুষ্ঠানিক ঘোষণা আসলে গ্যালাক্সি এস ৩ ব্যবহারকারীরা কিছুটা হলেও ক্ষুব্ধ অথবা মনোঃক্ষুণ্ন হতে পারেন।