তবে কি অ্যান্ড্রয়েড ফোন আনছে নকিয়া?

নকিয়া

নকিয়া আর মাইক্রোসফট অনেকদিন ধরেই ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ; যার ফলে নকিয়া তাদের নিজস্ব লো-এন্ড ‘স্মার্টফোন’ আশা’র পাশাপাশি উইন্ডোজ ফোন ৭, ৭.৫ এবং ৮ ভিত্তিক স্মার্টফোন বাজারে আনছে। কিন্তু খুব একটা সুবিধা করতে পারছে না ফিনল্যান্ডের এই প্রতিষ্ঠানটি। সম্ভবত এই কারণেই তারা অ্যান্ড্রয়েড-চালিত মোবাইল ডিভাইস তৈরির কথা ভাবতে শুরু করেছে।

সূত্র জানিয়েছে, নকিয়া অ্যান্ড্রয়েড বিশেষজ্ঞের খোঁজ করছে। প্রফেশনাল নেটওয়ার্ক লিংকডইনে তারা একজন লিনাক্স এক্সপার্টকে নিয়োগ দেয়ার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে “স্টার্ট-আপ এনভায়রনমেন্ট”, “এক্সাইটিং নিউ প্রোডাক্টস” এবং “মোবাইল ফোন টেকনোলজি” কথাগুলো ব্যবহৃত হয়েছে। নকিয়ার পোস্ট করা চাকরির পদের নাম ছিল প্রিন্সিপাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এমবেডেড লিনাক্স মিডলওয়্যার।

প্রসঙ্গতঃ লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত। তাই অ্যান্ড্রয়েড সিস্টেমকে নিজেদের ডিভাইসের জন্য উপযোগী করে তুলতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে লিনাক্স সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ হতে হবে।

আরও পড়ুনঃ অ্যান্ড্রয়েড ও লিনাক্সের মধ্যে সম্পর্ক

তবে নকিয়ার এই চাকরির নিয়োগপত্র প্রকাশের খবর মিডিয়ায় ছড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে নকিয়া সেই পোস্টিংটি সরিয়ে নেয়। তবে তাই বলে যে নকিয়া লিনাক্স বিশেষজ্ঞ খোঁজার কাজে ক্ষান্ত দিয়ে দেয়নি তা সবাই আন্দাজ করতে পারেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্ড্রয়েড ফোনই নয়, বরং নকিয়ার ম্যাপিং প্রযুক্তি “নকিয়া ম্যাপস” অ্যান্ড্রয়েডে অ্যাপ্লিকেশন আকারে প্রকাশের জন্যও লিনাক্স বিশেষজ্ঞের সন্ধানে থাকতে পারে নকিয়া। তবে এ ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। অবশ্য একটি ব্যাপার সত্য যে, বর্তমানে মোবাইল বাজারে টিকে থাকতে হলে অ্যান্ড্রয়েড ফোন আনতেই হবে নকিয়াকে। নইলে বাজারে এর অবস্থান ক্রমেই পেছাতে থাকবে

আপডেটঃ অ্যান্ড্রয়েড ফোন নয়, অ্যাপ্লিকেশন আনছে নকিয়া

নকিয়া যদি সবাইকে চমকে দিয়ে অ্যান্ড্রয়েড ফোন আনতে শুরু করে, তাহলে আপনি কি তা কেনার কথা ভাববেন?