কাস্টম অ্যান্ড্রয়েড রমের জন্য এলো OTA আপডেট সেন্টার

ওটিএ বা ওভার দি এয়ার আপডেট হচ্ছে কম্পিউটারের সঙ্গে সংযোগ না দিয়েই ফোন থেকে সরাসরি সফটওয়্যার আপডেট করার পদ্ধতি। প্রায় প্রতিটি অ্যান্ড্রয়েড ফোন নির্মাতাই তাদের হ্যান্ডসেটগুলোয়  ওটিএ পদ্ধতিতে সফটওয়্যার আপডেট দিয়ে থাকে। কিন্তু এই প্রথম ওটিএ আপডেট সেন্টার এর মাধ্যমে কাস্টম রম ডেভেলপাররাও ওভার-দি-এয়ার আপডেট দিতে পারবেন।

ota update center

OTA আপডেট সেন্টারের ডেভেলপাররা জানিয়েছেন, কাস্টম রম ব্যবহারকারীদের কাছে সফটওয়্যারের নতুন সংস্করণ আরও সহজে পৌঁছে দিতে এবং ফোন সফটওয়্যার আপডেটের কাজ অত্যন্ত সহজ করতেই তারা এটি তৈরি করেছেন। এর মাধ্যমে ডেভেলপাররা তাদের ফাইলগুলো “ওটিএ আপডেট সেন্টার”-এর সার্ভারে হোস্ট করে সরাসরি তাদের তৈরি কাস্টম রম ব্যবহারকারীদের কাছে আপডেট পৌঁছে দিতে পারবেন।

উল্লেখ্য, ক্লকওয়ার্কমড নামের আরেকটি টুল প্রায় একই ধরনের সেবা দিয়ে থাকলেও সেখানে ব্যবহারকারীদের সংশ্লিষ্ট কাস্টম রম ডেভেলপারের সাইট থেকে নতুন আপডেট ডাউনলোড করে নিজে নিজে আপডেট করতে হয়। কিন্তু নতুন ওটিএ পদ্ধতিতে ব্যবহারকারীরা ফোনেই ডাউনলোড করে নিতে পারবেন সব আপডেট। নতুন এই টুল কাস্টম রম ডেভেলপাররা ব্যবহার করতে শুরু করলে ব্যবহারকারীরা পাবেন স্টম রম ব্যবহারের অভিজ্ঞতা, এমনটাই আশা করছেন ওটিএ আপডেট সেন্টারের নির্মাতারা।

এই পুরো টুলটি বিনামূল্যে ডেভেলপাররা ব্যবহার করতে পারবেন বলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে।