অ্যাপলের সঙ্গে যুদ্ধ চলমান থাকলেও স্মার্টফোন তৈরিতে থেমে নেই বিশ্বের স্মার্টফোন শিল্পে দ্বিতীয় অবস্থানে থাকা কোম্পানি, স্যামসাং। গ্যালাক্সি নোট ২, গ্যালাক্সি এস ৩ মিনি ও গ্যালাক্সি মিউজিকের পাশাপাশি এবার গ্যালাক্সি প্রিমিয়ার নামে আরেকটি গ্যালাক্সি ডিভাইস আনতে যাচ্ছে তারা। মডেল নম্বর জিটি-I9260 এই ডিভাইসটিকে এখন পর্যন্ত বিভিন্ন সংবাদমাধ্যমে গ্যালাক্সি প্রিমিয়ার বলেই ডাকা হচ্ছে। আর সম্প্রতি এর স্পেসিফিকেশন সম্পর্কেও কিছু তথ্য জানা গেছে।
জিএল বেঞ্চমার্কের প্রকাশিত সাম্প্রতিক তথ্য অনুসারে, স্যামসাং গ্যালাক্সি প্রিমিয়ারে চলবে অ্যান্ড্রয়েড ৪.১.১ ও ১.৫ গিগাহার্জ প্রসেসর যেটি সম্ভবত ডুয়েল-কোর বিশিষ্ট। এর ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1280×720 পিক্সেল। আর এই ফোনে গ্রাফিক্স প্রসেসিং-এর জন্য রয়েছে PowerVR SGX 544 GPU বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট।
এই ফোন সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিষ্ঠানই কিছু জানায়নি। কেবল কিছু ছবি ও একাধিক ওয়েবসাইটে অনিশ্চিতভাবে তথ্য পাওয়া গেছে মাত্র। বিস্তারিত কোনো তথ্য পাওয়া গেলেই তা অ্যান্ড্রয়েড কথনে জানানো হবে। তবে এই ফোন সম্পর্কে যতটুকু তথ্য জানা গেছে, তাতে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন, এটি স্যামসাং গ্যালাক্সি এস ৩ ও গ্যালাক্সি এস ৩ মিনি এই দু’য়ের মাঝামাঝি পর্যায়ের একটি স্মার্টফোন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।