স্যামসাং গ্যালাক্সি এইস ও মিনির জন্য এলো অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট

কিটক্যাট

স্যামসাং গ্যালাক্সি এইস, গ্যালাক্সি মিনি, গ্যালাক্সি ফিট ও গ্যালাক্সি জিও — ২০১১ সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ঘোষিত এই ফোনগুলো একসময় তুমুল জনপ্রিয়তা পেলেও নতুন নতুন ফোনের আড়ালে হারিয়ে গেছে। অন্তত অ্যান্ড্রয়েডের আপডেটের ক্ষেত্রে তো বটেই! কিন্তু অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ৪.৪ কিটক্যাট মাত্র ৫১২ মেগাবাইট র‌্যামের ডিভাইসেও ভালো কাজ করবে বলেছে গুগল। আর তাই প্রমাণ করছে সায়ানোজেনমড।

সম্প্রতি কিটক্যাট-এর উপর ভিত্তি করে স্যামসাং-এর এই চারটি ফোনের জন্য কাস্টম রম তৈরি করেছেন ডেভেলপাররা। এতে করে পুরনো অ্যান্ড্রয়েড ফেলে নতুনত্বের স্বাদ নিতে পারবেন মাত্র ২ বছর পুরনো এই ফোনের ব্যবহারকারীরা।

তবে এখানে বলা বাহুল্য, কাস্টম রম ইন্সটল করতে গেলে ডিভাইসের ওয়ারেন্টি থাকবে না। কাজেই সাম্প্রতিক সময়ে এসব ফোনের কোনোটি কিনে থাকলে বা তা এখনও ওয়ারেন্টির অধীনে থাকলে কাস্টম রম ইন্সটলের আগে ভেবে নিন। আর যদি ইতোমধ্যেই আপনার ফোনটির ওয়ারেন্টি শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে তো কিটক্যাটের স্বাদ নিতে আর কোনো বাধাই নেই!

অবশ্য প্রাথমিক পর্যায়ে বলে স্টোরেজ স্পেস সহ বেশ কিছু বিষয়ে ছোটখাটো বাগ রয়েছে যা ক্রমেই ঠিক করে ফেলা হবে বলে ডেভেলপাররা জানিয়েছেন।

আপনার গ্যালাক্সি এইস, মিনি, ফিট বা জিও-তে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট ব্যবহার করতে নিচের লিংকগুলোয় দেখে নিন বিস্তারিত তথ্য।

গ্যালাক্সি এইস
গ্যালাক্সি মিনি
গ্যালাক্সি ফিট
গ্যালাক্সি জিও

আপনার ডিভাইসে কিটক্যাট ইন্সটল করতে যাচ্ছেন কি?

This article also appears on Android Kothon English.