অ্যান্ড্রয়েড ব্যবহারকারী মাত্রই গুগল প্লে স্টোরের সঙ্গে পরিচিত হবেন। অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য অ্যাপ্লিকেশন ও গেমস ডাউনলোড করার একমাত্র বিশ্বস্ত ও নিরাপদ স্থান হচ্ছে গুগল প্লে। প্রথমে অ্যান্ড্রয়েড মার্কেট হিসেবে আত্মপ্রকাশ করলেও পরবর্তীতে গুগল প্লে নামটিই নিশ্চিত করে গুগল। ফ্রি ছাড়াও বিভিন্ন অ্যাপ্লিকেশন ও গেমস রয়েছে গুগল প্লে-তে যেগুলো টাকা দিয়ে কিনতে হয়। এই দুই ধরনের সব অ্যাপ্লিকেশন মিলে সর্বমোট অ্যাপ্লিকেশন ও গেমস ডাউনলোডের সংখ্যা সম্প্রতি ছাড়িয়েছে ২৫ বিলিয়নের কোঠা (১ বিলিয়ন = ১০০ কোটি)।
গুগল আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, গুগল প্লে স্টোরে এই মূহুর্তে রয়েছে ৬ লাখ ৭৫ হাজার অ্যাপ্লিকেশন। এই সব অ্যাপ্লিকেশন মিলে ২৫ বিলিয়নেরও বেশিবার বিভিন্ন অ্যান্ড্রয়েড ডিভাইসে ডাউনলোড করা হয়েছে। এই মাইলফলক পার হওয়া উপলক্ষ্যে গুগল জানিয়েছে, শিগগিরই তারা তাদের স্টোরের জনপ্রিয় ও বহুল ব্যবহৃত কিছু অ্যাপ্লিকেশনের দাম সাময়িকভাবে কমিয়ে ২৫ সেন্টে (০.২৫ ডলার) নামিয়ে আনবে। ফলে মূল অ্যাপ্লিকেশনের দাম ৬ বা ১০ ডলার হলেও ব্যবহারকারীরা তা কিনতে পারবেন মাত্র ২৫ সেন্টেই।
গুগল এখনও জানায়নি ঠিক কোন কোন অ্যাপ্লিকেশনগুলো ২৫ সেন্ট দামে বিক্রি হতে যাচ্ছে। তবে টপ ডেভেলপারদের বিশেষ করে গেমলফট (অ্যাসফাল্ট-এর ডেভেলপার), ইলেকট্রনিক আর্টস (নিড ফর স্পিড-এর ডেভেলপার), রোভিও (অ্যাংরি বার্ডসের ডেভেলপার) ইত্যাদি কোম্পানির বিভিন্ন পেইড অ্যাপ্লিকেশনের দাম ২৫ সেন্টে বিক্রি করা হবে বলে জানা গেছে।
এর আগে ১০ বিলিয়ন অ্যাপ্লিকেশন ডাউনলোডের মাইলফলক পার হওয়ার পর গুগল মাত্র ১০ সেন্টে বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাউনলোডের সুবিধা দেয়।
অন্যদিকে অ্যাপল তাদের অ্যাপ স্টোরের ২৫ বিলিয়ন ডাউনলোডের মাইলফলক উপলক্ষ্যে একটি ব্যতিক্রমী অফার দিয়েছিল। অ্যাপল তাদের সাইটে জানিয়েছিল, ২৫ বিলিয়নতম ডাউনলোডটি যিনি করবেন, তিনি পাবেন ১০,০০০ ডলারের গিফট কার্ড। অর্থাৎ, কেবল একজনকেই পুরস্কৃত করে অ্যাপল যিনি ছিলেন ভাগ্যবান। অন্যদিকে গুগল সব ব্যবহারকারীর জন্যই অবিশ্বাস্য কম দামে অ্যাপ্লিকেশন বিক্রির সুবিধা দিচ্ছে বলে টুইটারে অনেক ব্যবহারকারী গুগলকে ধন্যবাদও দিচ্ছেন।