অ্যাপ রিভিউঃ ইন্সট্যাগ্রাম – মোবাইল ফটোগ্রাফারদের স্বর্গ

instagram

ছবি তুলতে আমরা সবাই কমবেশি পছন্দ করি। কিন্তু আপনি যদি ছবি তোলা নিয়ে বেশিই সতর্ক থাকেন আর স্মার্টফোন কেনার আগে ক্যামেরা নিয়ে বেশ মাতামাতি করেন, তাহলে আপনার ইন্সট্যাগ্রাম অবশ্যই পছন্দ হবে। কেননা, আপনার মতোই শখের ও পেশাদার মোবাইল ফটোগ্রাফারদের সবচেয়ে বড় মিলনমেলাই হচ্ছে ইন্সট্যাগ্রাম।

ইন্সট্যাগ্রাম

ইন্সট্যাগ্রাম প্রাথমিকভাবে কেবল আইফোনের জন্য মুক্তি পায়। ব্যাপক জনপ্রিয়তা অর্জনের পর যখন অ্যান্ড্রয়েডের ব্যবহারকারী আইফোনকে ছাড়িয়ে যেতে শুরু করে, তখন ইন্সট্যাগ্রামের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনও আসে। আর এরপরই সকল বাঁধা ছাড়িয়ে এর ব্যবহারকারী সংখ্যা হতে শুরু করে আকাশচুম্বী। এতোটাই জনপ্রিয় হয়ে ওঠে যে, ফেসবুক পর্যন্ত কিনে নেয় ইন্সট্যাগ্রামকে!

নিচ থেকে এক স্পর্শেই যোগ করতে পারবেন বিভিন্ন ইফেক্ট।

ইন্সট্যাগ্রামের জনপ্রিয়তার অন্যতম কারণ এর সহজ ব্যবহারবান্ধব ইন্টারফেস। ইন্সট্যাগ্রাম ব্যবহার করে মাত্র কয়েক টাচেই বিভিন্ন ইফেক্ট দিয়ে ছবি আপলোড করতে পারবেন ব্যবহারকারীরা। বেশ কয়েকটি ওয়ান-টাচ ইফেক্ট বিল্ট-ইন রয়েছে। আপনি চাইলে ছবিতে যে কোনো ইফেক্ট যোগ করার আগে দেখে নিতে পারবেন কেমন দেখাবে সেই ইফেক্টে। যখন আপনি সন্তুষ্ট হবেন, তখন উপরের >> আইকনে প্রেস করেই ছবি আপলোড করে ফেলতে পারবেন।

instagram

ইন্সট্যাগ্রামের অন্যতম সুবিধা হচ্ছে আপনি এখান থেকে সরাসরি ছবি তুলতে পারবেন অথবা গ্যালারি থেকে আগের তোলা ছবি আপলোড করতে পারবেন। এছাড়াও মন্তব্য আকারে বিভিন্ন ছবিতে হ্যাশট্যাগ যুক্ত করতে পারবেন। ফলে অন্যান্য ইন্সট্যাগ্রাম ব্যবহারকারীরা সহজেই খুঁজে পাবেন সেই ছবিটি।

ইন্সট্যাগ্রাম ইন্সটলের পর আপনাকে প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে। এর মাধ্যমে আপনার একটি আলাদা প্রোফাইল তৈরি হবে। এতে করে আপনার সবগুলো ছবি আপনার প্রোফাইলের অধীনে থাকবে। কারো যদি আপনার ছবি ভালো লেগে যায়, তাহলে তাদের আপনার সম্পর্কে আরও জানানোর জন্য বায়োগ্রাফি দেয়ারও সুবিধা রেখেছে ইন্সট্যাগ্রাম।

গুগল প্লে স্টোর লিংকঃ ইন্সট্যাগ্রাম

ইন্সট্যাগ্রাম ব্যবহার শুরু করলে আমাকে ফলো করতে ভুলবেন না! (আরেকটি মজার বিষয়ঃ অ্যান্ড্রয়েড কথনের লোগো ডিজাইনের সময়কার একটি ছবি দেখুন এখানে।)