অ্যাংরি বার্ডস নিশ্চয়ই একবার হলেও খেলেছেন। স্মার্টফোনের জন্য তৈরি রোভিও’র প্রথম এই গেমটি বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। এরপর রোভিও অ্যামেইজিং অ্যালেক্স নামে আরেকটি গেম বের করে যা একইভাবে জনপ্রিয়তা কুড়াতে সক্ষম হয়। এবার রোভিও আনছে তাদের তৃতীয় গেম, ব্যাড পিগিস, যাতে মূলত অ্যাংরি বার্ডসের সবুজরঙা পিগগুলোকে নিয়েই খেলতে হবে। রোভিও জানিয়েছিল, সেপ্টেম্বরের ২৭ তারিখে মুক্তি পেতে যাওয়া গেমটি হবে সম্পূর্ণ নতুন ধাঁচের। তবে ঠিক কেমন হবে, এ ব্যাপারে এতোদিন তেমন কিছু জানা না গেলেও সম্প্রতি ইয়াহু কিছু গোপন তথ্য জানিয়েছে।
আরও পড়ুনঃ অ্যাংরি বার্ডস থেকে আলাদা হয়ে যাচ্ছে সবুজরঙা পিগ
ইয়াহু বলছে, সম্পূর্ণ নতুন ধাঁচের বলা হলেও ব্যাড পিগিস অনেকটা অ্যামেইজিং অ্যালেক্স গেমের মতোই। আর এর কাহিনী হবে অ্যাংরি বার্ডস গেমের ঠিক উল্টোটা। অ্যাংরি বার্ডসে আপনি ডিম চুরির দায়ে পাখি দিয়ে পিগগুলোর বিভিন্ন সুরক্ষা স্থাপনা ধ্বংস করেছেন। কিন্তু ব্যাড পিগিস-এ আপনাকে পিগের হয়ে খেলতে হবে। আর আপনার কাজ হবে পাখিদের সুস্বাদু ডিমগুলো চুরি করার ব্যবস্থা করা। সেই সঙ্গে অ্যাংরি বার্ডসে যেসব স্থাপনা দেখেছেন, সেগুলো নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তৈরি করতে হবে।
অ্যাংরি বার্ডস, অ্যামেইজিং অ্যালেক্স ও নতুন গেম ব্যাড পিগিস এর নির্মাতা প্রতিষ্ঠান রোভিও’র ইভিপি নিজেই বলেছেন, “অ্যাংরি বার্ডস আর ব্যাড পিগিস এর গেমপ্লে একটি অপরটির ঠিক উল্টো। অ্যাংরি বার্ডসে ধ্বংসলীলা চলতো, আর ব্যাড পিগিসে চলবে সৃষ্টিলীলা! পরিকল্পনা করা ও বিভিন্ন জিনিস তৈরি করাই ব্যাড পিগিস গেমের মূল কাজ।”
চলতি মাসেরই ২৭ তারিখে ব্যাড পিগিস গেমটি আইওএস ও অ্যান্ড্রয়েডের জন্য মুক্তি পাবে বলে জানা গেছে। তাই আগ্রহীদের খুব বেশিদিন ধৈর্য্য ধরতে হবে না!
ব্যাড পিগিস গেমটি খেলার জন্য উৎসুক হয়ে বসে আছেন কারা হাত তুলুন! আপনার কী মনে হয়, এটি অ্যাংরি বার্ডসের মতোই জনপ্রিয়তা পাবে?