অ্যাংরি বার্ডসের অন্ধভক্তদের জন্য এটা সুখবরও হতে পারে আবার দুঃসংবাদও হতে পারে। এতোদিন যেই সবুজরঙা পিগগুলোকে ধরাশায়ী করতে একের পর এক পাখি ছুঁড়ে এসেছেন, এবার সেই পিগগুলোর সময় এসেছে মানবজাতিকে একহাত দেখে নেয়ার। তাই তারা তাদের বিশাল শক্তিশালী দল নিয়ে অ্যাংরি বার্ডসের দুনিয়া ছেড়ে আসছে নতুন রূপে, নতুন আঙ্গিকে। তাদের যাত্রা শুরু হয়ে গেছে। আমরা যারা এতোদিন তাদের গায়ে ঢিল ছুড়েছি, তারা এবার আমাদের কাছে আসবে সেপ্টেম্বরের ২৭ তারিখ।
সবচেয়ে ভয়ের বিষয়, এবার তাদের মারার জন্য আর পাখিগুলো থাকবে না!
আরও পড়ুনঃ নাসার কিউরিওসিটিকে হাইজ্যাক করলো সবুজরঙা পিগ
অ্যাংরি বার্ডসের ডেভেলপার কোম্পানি রোভিও সম্প্রতি জানিয়েছে, অ্যাংরি বার্ডস দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সবুজ রঙের এসব পিগ। তাদের গা-জ্বালানো হাসি হোক বা হেরে গেলে ভেংচিই হোক, মানুষ পিগগুলোকে ঠিকই পছন্দ করেন। আর তাই তারা এই মাসেই আনতে যাচ্ছে তাদের তৃতীয় গেম, ব্যাড পিগিস।
রোভিও জানিয়েছে, ব্যাড পিগিস কেবল পিগগুলোকে নিয়েই সম্পূর্ণ নতুন এক পরিবেশে নতুন এক আইডিয়ার গেম হবে। অ্যাংরি বার্ডসের সঙ্গে এর কোনো মিল থাকবে না। গেমারদের, বিশেষ করে অ্যাংরি বার্ডস ভক্তদের সম্পূর্ণ নতুন কিছু আশা করতে বলেছে রোভিও।
ব্যাড পিগিস সম্পর্কে আর তেমন কিছুই জানায়নি রোভিও। সেপ্টেম্বরের ২৭ তারিখ অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাক, উইন্ডোজ ৮ ও উইন্ডোজ ফোনের জন্য মুক্তি পাবে ব্যাড পিগিস। তখনই হয়তো আমরা জানতে পারবো আসলে কী মতলব নিয়ে মানবজাতিকে টার্গেট করেছে বদ পিগের দল!