অ্যামাজন সম্প্রতি তাদের নতুন তিনটি কিন্ডল ফায়ার আনার ঘোষণা দিয়েছে। দু’টি কিন্ডল ফায়ার এইচডি ও আরেকটি পুরনো কিন্ডল ফায়ারের আপডেটেড সংস্করণ। ৬ তারিখের উদ্বোধনী অনুষ্ঠানে এসব ডিভাইস সম্পর্কে বিস্তারিত জানিয়েছে অ্যামাজন। তখন শুনতে বেশ ভালোই লাগলেও সম্প্রতি জানা গেছে, অ্যামাজন তাদের নতুন কিন্ডল ফায়ার ট্যাবলেটগুলো ভরিয়ে দিয়েছে বিজ্ঞাপন দিয়ে। বিভিন্ন জায়গার পাশাপাশি লকস্ক্রিনেও বিজ্ঞাপন দেখাবে কিন্ডল ফায়ার। আর অ্যামাজন বলছে, এসব বিজ্ঞাপন মোছার কোন উপায় নেই।
অ্যামাজন ঘোষণা দিয়েছে ৮.৯ ইঞ্চি ও ৭ ইঞ্চি আকারের নতুন দু’টি কিন্ডল ফায়ার এইচডি। এরপর বিভিন্ন সূত্র জানায়, লকস্ক্রিনে এসব বিজ্ঞাপন দেখা যাবে তবে ব্যবহারকারীরা চাইলে একটি নির্দিষ্ট ফি দিয়ে এই বিজ্ঞাপন মুছে ফেলতে পারবেন। তবে সম্প্রতি সিনেট অ্যামাজনের সূত্র দিয়ে জানিয়েছে, এখনই এমন কোনো পরিকল্পনা নেই তাদের। অর্থাৎ, বিজ্ঞাপন দেখতেই হচ্ছে ব্যবহারকারীদের।
আইপ্যাড ও গুগল অ্যান্ড্রয়েড-চালিত বিভিন্ন ডিভাইসের দাপটে অ্যামাজন তাদের ট্যাবলেট ডিভাইস কিন্ডল ফায়ার দিয়ে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। যদিও পাঠকদের জগতে কিন্ডল ই-রেডারগুলো যথেষ্টই জনপ্রিয়, কিন্ডল ফায়ার যাকে অনেকটা ট্যাবলেটে রূপান্তর করার চেষ্টা করেছে অ্যামাজন, এই ডিভাইসটি ততোটা লাভজনক হয়ে ওঠেনি অ্যামাজনের জন্য। তাই এবার ক্ষতি পুষিয়ে নিতেই হয়তো অ্যামাজন কেবল বিক্রয়লব্ধ টাকাই নয়, বরং বিজ্ঞাপন দিয়েও ক্ষতি পূরণের চেষ্টা চালাচ্ছে।
তবে এর ফলে ক্রেতার সংখ্যা কমে যাওয়ারও যথেষ্ট আশঙ্কা রয়েছে। কেননা, বিজ্ঞাপন দেখতে পছন্দ করেন না বেশিরভাগ ক্রেতাই। তবুও ডিভাইসের দাম অনুসারে এতটুকু বিজ্ঞাপন হয়তো মেনেই নেয়া যায়।
পাশাপাশি ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগলকে বাদ দিয়ে মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিনকে বেছে নিয়েছে অ্যামাজন।
কিন্ডল ফায়ার এইচডি
৮.৯ ইঞ্চি আকারের কিন্ডল ফায়ারে অ্যামাজন ১৯২০*১২০০ রেজুলেশনের ডিসপ্লে দিয়েছে যাতে রয়েছে ২৫৪ পিপিআই। ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ ছাড়াও এতে রয়েছে ডুয়াল স্পিকার, ডলবি স্টেরিও সাউন্ড, সামনের দিকে এইচডি ক্যামেরা ও এইচডিএমআই আউটপুট। এটি ২৯৯ ডলারে বিক্রি হবে বলে জানিয়েছে অ্যামাজন।
অন্যদিকে ৭ ইঞ্চি আকারের নতুন কিন্ডল ফায়ার এইচডি ১৯৯ ডলারেই বিক্রি হবে। এর সবকিছুই ৮.৯” আকারের কিন্ডল ফায়ার এইচডি’র মতো, কেবল স্ক্রিন সাইজ ৭ ইঞ্চি ও রেজুলেশন ১২৮০*৮০০।
একইসঙ্গে অ্যামাজন পুরনো কিন্ডল ফায়ারের একটি আপডেটেড সংস্করণ বের করেছে যেটার প্রসেসর ৪০% দ্রুততর বলে জানিয়েছে আমাজন।এর দাম পড়বে ১৫৯ ডলার। ট্যাবলেটগুলো সেপ্টেম্বরেই বাজারে আসবে বলে জানা গেছে।
তবে বিজ্ঞাপনের মারপ্যাঁচে কতোটা চলে কিন্ডল ফায়ার সেটাই এখন দেখার বিষয়। তবে আমার ধারণা, আইপ্যাড মিনি আর মাইক্রোসফটের সারফেস বাজারে আসার আগ পর্যন্ত ট্যাবলেটের বাজার খুব একটা জমে উঠবে না।
আপডেট
অ্যামাজন সম্প্রতি জানিয়েছে, ব্যবহারকারীরা ইচ্ছে করলে বাড়তি ১৫ ডলার দিয়ে লকস্ক্রিন থেকে বিজ্ঞাপন স্থায়ীভাবে সরাতে পারবেন। যদিও এখনও এ ব্যাপারে অ্যামাজনের সাইটে কোনো আপডেট করা হয়নি, বিভিন্ন প্রযুক্তি বিষয়ক সাইট অ্যামাজনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। অর্থাৎ, বিজ্ঞাপন দেখতে না চাইলে ব্যবহারকারীকে খরচ করতে হবে বাড়তি ১৫ ডলার, যা যোগ হবে কিন্ডল ফায়ারের মোট দামের সঙ্গে। তবে একবার কিনে ফেললে তারপর বিজ্ঞাপন মুছে ফেলা যাবে কি না নাকি কেনার সময়ই বাড়তি ১৫ ডলার দিয়ে বিজ্ঞাপন মুছিয়ে নিতে হবে সে ব্যাপারে বিস্তারিত এখনও কিছুই জানা যায়নি।