হিউলেট প্যাকার্ড নামের এই কোম্পানি প্রিন্টার ও ডেস্কটপ কম্পিউটার তৈরির দিকে বেশি মনোযোগ থাকলেও ক্রমবর্ধমান স্মার্টফোন শিল্পে ঢুঁ মারতে দ্বিধা করেনি। এর আগে নিজেদের তৈরি অপারেটিং সিস্টেম ওয়েবওএস দিয়ে বাজারে প্রবেশ করে এইচপি। কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি। তবে স্মার্টফোন ব্যবসা এতোটাই লাভজনক আর এর বিস্তৃতি এতোটাই বেড়ে চলেছে যে, এইচপি কেবল কম্পিউটার আর প্রিন্টার নিয়ে বসে থাকতে পারেনি। তারা আবার স্মার্টফোন শিল্পে প্রবেশ করতে যাচ্ছে। এইবার তারা জোঁট বাঁধছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েডের সঙ্গে।
গ্যাজেট বিষয়ক সাইট স্ল্যাশগিয়ার সম্প্রতি জিএলবেঞ্চমার্কে একটি নতুন ডিভাইসের বেঞ্চমার্কের ফলাফল খুঁজে পেয়েছে। এইচপির তৈরি এই ডিভাইসের কোডনেম দেয়া হয়েছে বেন্ডার (Bender)। কোয়ালকম এস৪ ডুয়েল-কোর প্রসেসরের ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাম্প্রতিক সংস্করণ আইসক্রিম স্যান্ডউইচ চলতে দেখা গেছে।
এছাড়াও বেঞ্চমার্কের ফলাফলে ডিভাইসটির স্ক্রিনে ১৩৬৬*৭২০ পিক্সেল রেজুলেশন ও ম্যাক্সিমাম সিপিইউ ফ্রিকোয়েন্সি ১৫১২ মেগাহার্জ দেখা গেছে। নতুন এই বেঞ্চমার্কের ফলাফল ইন্টারনেটে প্রকাশ হওয়ার কিছুদিন আগেই এইচপির নতুন সিইও জানিয়েছেন যে, ঘটনাক্রমে এইচপি একসময় স্মার্টফোন বাজারে আনবেই। তার মতে, এইচপি তাড়াহুড়ো করছে না, কেননা তারা একটি সলিড ডিভাইস বাজারে আনবে।
একই ভুল বারবার না করার লক্ষ্যেই হয়তো এইচপি এবার পণ্য তৈরির আগে বেশ গবেষণা কাজ চালিয়ে যাচ্ছে। আর সেই গবেষণা অনুসারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকেই বোধহয় বেছে নেয়াটাকে বুদ্ধিমানের কাজ মনে করছে এইচপি। যার ফলাফল প্রোটোটাইপ এই এইচপি বেন্ডারের বেঞ্চমার্ক রেজাল্ট। তবে ডিভাইসটির কোনো ছবি বা কবে নাগাদ বাজারে আসবে এ সংক্রান্ত কোনো তথ্য কোথাও পাওয়া যায়নি।
এইচপির অ্যান্ড্রয়েড ফোন নিতে আগ্রহী কে কে মন্তব্যে আওয়াজ তুলুন!