প্রতি বছরের শুরুর দিকে প্রযুক্তি বিশ্বটা জমজমাট হয়ে ওঠে লাস ভেগাসের সিইএস আসরের কল্যাণে। আর তার প্রায় দু’মাস পর, ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শুরু পর্যন্ত কলরব চলে মোবাইল বিশ্বে। স্পেনের বার্সেলোনায় প্রতি বছর আয়োজিত হয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস আসরের, যেখানে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের নতুন নতুন সব ফোনের ঘোষণা দিয়ে থাকে।
তবে আরেকটি বিশেষ কারণে এই মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সবার মনোযোগ থাকে। আর তা হলো স্যামসাং-এর জনপ্রিয় ফ্ল্যাগশিপ সিরিজ, গ্যালাক্সি এস। কোরিয়ান প্রতিষ্ঠানটি বার্সেলোনার এই আয়োজনেই সাধারণত তাদের বছরের নতুন ফ্ল্যাগশিপ পণ্যটির ঘোষণা দিয়ে থাকে। আর তার ব্যতিক্রম হচ্ছে না এবারও। বিশ্বস্ত এক সূত্রে জানা গেছে, স্যামসাং এরই এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, মার্চের ২ তারিখেই আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হবে স্যামসাং গ্যালাক্সি এস৬ ।
সেই উপলক্ষ সামনে রেখে সবার এখন একটাই প্রশ্ন, কী থাকছে স্যামসাং-এর নতুন এই ফ্ল্যাগশিপ ফোনে?
প্রতিবারের মতো এবারও অবমুক্তির আগ মুহূর্তে নানা গুজব ছড়াতে শুরু করেছে স্যামসাং গ্যালাক্সি এস৬ নিয়ে। তবে এগুলোর মধ্যে বিশ্বস্ত কিছু সূত্র জানিয়েছে, নতুন এই ফোনটিতে থাকছে ৫.১-ইঞ্চি আকারের কোয়াড এইচডি রেজুলেশন সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার নিরাপত্তায় ব্যবহৃত হবে করনিং গরিলা গ্লাস ৪।
ফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে ৬৪-বিট সমর্থিত অক্টা-কোর প্রসেসর। জানা গেছে, ৩জি মডেলে ব্যবহৃত হবে স্যামসাং এক্সিনস 7420 চিপসেট ও ৪জি মডেলে থাকবে কোয়ালকমের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮১০ চিপসেট। র্যাম কতটুকু থাকবে তা নিয়ে সাম্প্রতিক সূত্র কিছু না জানালেও আগে ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, ৪ গিগাবাইট র্যাম থাকতে পারে গ্যালাক্সি এস৬-এ।
এছাড়াও ফোনটি ৩২ গিগাবাইট, ৬৪ গিগাবাইট ও ১২৮ গিগাবাইটের তিনটি ভিন্ন মডেলেও পাওয়া যাবে বলে জানা গেছে।
স্যামসাং গ্যালাক্সি এস৬-এ থাকতে পারে ২৫৫০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। নতুনত্ব হিসেবে থাকছে ওয়্যারলেস চার্জিং সুবিধা যা ইদানিং অনেক হাই-এন্ড স্মার্টফোনেই দেখা যাচ্ছে। এছাড়াও কুইক চার্জিং সুবিধা থাকছে গ্যালাক্সি এস৬-এ যার মাধ্যমে মাত্র দশ মিনিট চার্জ দিয়ে ফোন ব্যবহার করা যাবে সর্বোচ্চ ৪ ঘণ্টা।
তবে নতুনত্বের বাহার থাকলেও কিছু কিছু জিনিস বাদ যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস৬ থেকে। সূত্র জানিয়েছে, সিরিজের আগের ফোনগুলোর বেশ কয়েকটি ধূলাবালি ও পানি প্রতিরোধক হলেও গ্যালাক্সি এস৬-এ সেই সুবিধা থাকছে না। স্যামসাং গ্যালাক্সি এস৬-এর বডি ডিজাইনে মেটাল ও গ্লাসের ব্যবহার করলেও ধূলাবালি ও পানি প্রতিরোধকের বিশেষ সুবিধাটি কেবল ‘অ্যাকটিভ’ সিরিজের জন্য এক্সক্লুসিভ হিসেবে রাখতে পারে। তা-ই যদি হয়, তাহলে স্যামসাং গ্যালাক্সি এস৬ বাজারে আসলে এর প্রভাব পড়তে পারে ক্রেতার সিদ্ধান্তের উপর।
আগামী দিনগুলোয় স্যামসাং গ্যালাক্সি এস৬ নিয়ে আরো তথ্য ফাঁস হবে। কেবল মার্চের প্রথম সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে জানা যাবে কী কী সুবিধা থাকছে স্যামসাং-এর নতুন ফ্ল্যাগশিপ ফোনে। তবে ফোনটি যদি পানি প্রতিরোধক না হয়, তাহলে ক্রেতারা একে কীভাবে নেবেন বলে আপনার ধারণা?
This article also appears on Android Kothon English.