স্যামসাং-এর নতুন স্মার্টওয়াচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার

স্যামসাং স্মার্টওয়াচ

অ্যাপল হয়তো কেবল স্মার্টওয়াচের ঘোষণা দিয়েছে, কিন্তু এই দিন আসবে তা যেন আগে থেকেই জানতো স্যামসাং, আর তাই অ্যাপলের আগেভাগেই স্মার্টওয়াচের বাজার দখল করতে এ পর্যন্ত অনেকগুলো স্মার্টওয়াচ বাজারে ছেড়েছে কোম্পানিটি, যার মধ্যে এ বছরই অবমুক্ত হয়েছে স্যামসাং গিয়ার ২, গিয়ার ২ নিও, গিয়ার লাইভ ও গিয়ার এস। তবে আগামী বছর অ্যাপল ওয়াচ বাজারে আসলে খেলায় যেন পিছিয়ে পড়বে স্যামসাং। তাই সামনে স্মার্টওয়াচকে আরও দূর এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে কোরিয়ান কোম্পানিটি।

জানা গেছে, আগামী বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে স্যামসাং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সমৃদ্ধ স্মার্টওয়াচের ঘোষণা দিতে যাচ্ছে। এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ফলে স্মার্টওয়াচটিকে অথেনটিকেশনের জন্য আর স্মার্টফোনের উপর নির্ভর করতে হবে না বলেও বলা হচ্ছে।

নতুন স্মার্টওয়াচের সঙ্গে নতুন এক ধরনের পেমেন্ট ফাংশনালিটি নিয়েও কাজ চলছে। এতে স্যামসাং-এর সঙ্গে যুক্ত হয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম ও জনপ্রিয় পেমেন্ট গেটওয়ে পেপাল। এই দুই কোম্পানি ইতোমধ্যেই স্যামসাং গ্যালাক্সি এস৫-এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কাজে লাগিয়ে পেমেন্ট করার সিস্টেম নিয়ে কাজ করছে। আগামীতে স্মার্টওয়াচেও সেই সুবিধা পাওয়া যাবে তা বলাই বাহুল্য।

আগামী বছরের শুরুতে অ্যাপল ওয়াচ বাজারে আসছে বলে জানিয়েছে অ্যাপল। সেইসঙ্গে চলতি মাসের সাড়া জাগানো অ্যাপলের অনুষ্ঠানে “অ্যাপল পে” নামের নতুন পেমেন্ট সিস্টেমও নজর কেড়েছে সবার। তবে নতুন এ সব কিছুরই প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুতি নিতে শুরু করেছে স্যামসাং।

ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের ফলে স্মার্টওয়াচের কার্যকারিতা বাড়বে বলে মনে করেন কি?