মটোরোলো মটো জি পাচ্ছে অ্যান্ড্রয়েড ৫.০.১ আপডেট

মটো জি

মটোরোলা খুব দ্রুতই সুনাম কুড়িয়ে নিচ্ছে। ঠিক যেমনটা তারা বলেছিল, সেভাবেই দ্রুততম সময়ে অ্যান্ড্রয়েডের সব আপডেট তারা তাদের ডিভাইসে দিতে শুরু করেছে। অন্যান্য কোম্পানির অনেক ফোনই যেখানে এখনও অ্যান্ড্রয়েড ৫.০.১ আপডেটও পায়নি, সেখানে মটোরোলা তাদের স্বল্পমূল্যের ডিভাইস মটো জি-তে অ্যান্ড্রয়েডের নতুন আপডেট ৫.০.১ দিতে শুরু করেছে।

উল্লেখ্য, অ্যান্ড্রয়েড ৫.০.১ আপডেটটি এখন কেবল নেক্সাস ডিভাইস এবং বিভিন্ন স্মার্টফোনের গুগল প্লে এডিশনগুলোই পাচ্ছে। ধীরে ধীরে একসময় অন্যান্য ফোনগুলোও এই আপডেট পেয়ে যাবে। কিন্তু সব নেক্সাস ডিভাইসই যেখানে এখনও পর্যন্ত ললিপপের নতুন আপডেটটি পায়নি, সেখানে মটোরোলার তাদের কমদামী ফোনগুলোতে এই আপডেট রিলিজ দেয়ার বিষয়টি অভাবনীয় বটে!

সূত্র জানিয়েছে, মটোরোলা মটো জি এর ২০১৩ ও ২০১৪ দু’টি সংস্করণই এই আপডেট পেতে শুরু করেছে। যদিও এখনও সব মটো জি ব্যবহারকারী অ্যান্ড্রয়েড ললিপপ আপডেট পাননি, তবুও মটোরোলা নিশ্চিত করেছে ব্যবহারকারীরা সর্বশেষ ৫.০.১ আপডেটটিই তাদের ফোনে পেয়ে যাবেন, যা নি:সন্দেহে বাজেট-বান্ধব এই ফোনের ব্যবহারকারীদের জন্য সুখবর।

অ্যান্ড্রয়েড ললিপপ ৫.০.১ আপডেটে নতুন কিছু অ্যানিমেশন ও বাগ ফিক্স করা হয়েছে। আপনার মটো জি এই আপডেট পেয়েছে কি না তা পরীক্ষা করতে Settings -> About phone -> System updates-এ ট্যাপ করুন। আপডেট না পেলে মন খারাপ করার কিছু নেই! কেননা অনেকেই এখনও অ্যান্ড্রয়েড ৪.৪.৪ কিটক্যাট ব্যবহার করছেন। ইতোমধ্যেই ভারতের বাজারে অনেক মটো জি ললিপপ আপডেট পেতে শুরু করেছে। শিগগিরই আপনার ডিভাইসেও এসে যাবে অ্যান্ড্রয়েডের নতুন এই সংস্করণ।

আপনি কি মটোরোলা মটো জি ব্যবহারকারী? মটোরোলার এই নিয়মিত আপডেটের প্রতিজ্ঞা নিয়ে আপনার কি অভিমত?