একাধিক ইউজার প্রোফাইলের সুবিধা আসতে পারে অ্যান্ড্রয়েড ৪.২-এ

অ্যান্ড্রয়েড

আপনার বাসার কম্পিউটারটি কি আপনি একাই ব্যবহার করেন, নাকি আপনার পরিবারের অন্য কেউও সেটি ব্যবহার করেন? যদি অন্য ব্যবহারকারীও থাকেন, আর তার পছন্দ-অপছন্দ যদি আপনার সঙ্গে না মিলে, তাহলে আপনি নিশ্চয়ই তাকে আপনার কম্পিউটারে একটি ইউজার প্রোফাইল তৈরি করে দিয়েছেন? কেমন হবে যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেটেও এভাবে একাধিক ইউজার প্রোফাইল তৈরি করা যায়?

অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে সিস্টেমটা খুব একটা কাজের না হলেও ট্যাবলেটের ক্ষেত্রে এটি দারুণ একটি সুবিধা হতে পারে। আর সে জন্যই হয়তো গুগল অ্যান্ড্রয়েডের ৪.২ সংস্করণে মাল্টিপল ইউজার অ্যাকাউন্ট নিয়ে কাজ করছে বলে প্রমাণ পাওয়া গেছে।

এখানে বলা বাহুল্য, অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণের নাম Key Lime Pie. কিন্তু অ্যান্ড্রয়েড ৪.২ সংস্করণটি কি লাইম পাই নয়। বেশ কিছু বাংলা সংবাদমাধ্যম রিপোর্ট করেছে ২৯শে অক্টোবর গুগল কি লাইম পাই উদ্বোধন করতে যাচ্ছে। কিন্তু তথ্যটি পুরোপুরি সঠিক নয়। সাধারণত অক্টোবরের শেষের দিকে গুগল নতুন নেক্সাস ডিভাইস উদ্বোধন করে থাকে। সেই হিসেবেই নেক্সাস ৪ ও অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ৪.২ উদ্বোধন করা হবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু এই ৪.২ সংস্করণটি অ্যান্ড্রয়েড কি লাইম পাই নয়। অন্তত আন্তর্জাতিক একাধিক কিছু মিডিয়া জানিয়েছে, এটি কেবল বর্তমান অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন সংস্করণের একটি মাইনর আপডেট যেখানে নতুন কিছু সুবিধা যোগ করা হবে মাত্র।

অ্যান্ড্রয়েড ৪.২-এর একাধিক সুবিধা সম্পর্কে জানা গেছে। সম্প্রতি ডেভেলপাররা কিছু কোড আবিষ্কার করেছেন যা দেখে ধারণা করা হচ্ছে অ্যান্ড্রয়েড ৪.২ সংস্করণে একাধিক ইউজার প্রোফাইল রাখা যাবে। ফলে ব্যবহারকারীরা তাদের নিজস্ব প্রোফাইলে লগইন করতে পারবেন। এতে করে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের সেটিংস ও কাস্টোমাইজেশন নিজস্ব প্রোফাইলে সেইভ করে রাখতে পারবেন।

অ্যান্ড্রয়েড ৪.২

এখনও নিশ্চিত হওয়া যায়নি এই সুবিধাটি আসলেই অ্যান্ড্রয়েড ৪.২-এ আসবে কি না। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অনেকদিন ধরেই মাল্টিপল-ইউজার সাইন-ইনের সুবিধা দাবি করে আসছেন। বিশেষ করে ট্যাবলেট ডিভাইস জনপ্রিয় হবার পর এটি ফ্যামিলির সবার ব্যবহারযোগ্য ডিভাইস হয়ে ওঠায় মাল্টিপল ইউজার অ্যাকাউন্টের প্রয়োজন দেখা দিয়েছে। হয়তো দেখা যাবে, অ্যান্ড্রয়েড ৪.২ চালিত ডিভাইসের স্ক্রিন লক থেকেই ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। আর যদি ফেস আনলক সুবিধা যোগ করা হয়, তাহলে সামনের ক্যামেরা দিয়ে কেবল মুখ দেখিয়েই লগইন করে নিতে পারবেন তাদের নিজেদের প্রোফাইলে।

অ্যান্ড্রয়েডে একাধিক ব্যবহারকারীর প্রোফাইল সুবিধা নিয়ে আপনার কী মতামত?