উঁকি দিলো স্যামসাং গ্যালাক্সি এস৬ : “প্রজেক্ট জিরো”

এ বছরের মাঝামাঝি সময়ে অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারের সর্ববৃহৎ কোম্পানি স্যামসাং জানিয়েছিল, তারা তাদের প্লাস্টিক বডির ফোন তৈরির চল থেকে সরে আসবে। গ্যালাক্সি আলফার মতো বেশ কিছু ফোনের মাধ্যমে স্যামসাং যেন সবাইকে জানিয়ে দেয়, মেটাল বডির ফোন বানাতে তারাও কম যায় না। কোরিয়ান এই কোম্পানিটি স্পষ্টই ঘোষণা দেয় যে, আগামী থেকে স্যামসাং-এর প্রায় প্রতিটি ফোনেই থাকবে মেটালিক বডির ছোঁয়া।

প্রশ্ন আসতেই পারে, এমন স্ট্র্যাটেজি হাতে নেয়ার পর কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ ফোনে প্লাস্টিক সামগ্রী ব্যবহার করা নিতান্তই হাস্যকর ব্যাপার হয়ে উঠবে, তাই না? হ্যাঁ, আর নিজেদের অঙ্গীকার রক্ষার্থেই যেন স্যামসাং সিদ্ধান্ত নিয়েছে, পূর্ববর্তী বছরের ফ্ল্যাগশিপ ফোনের উপর আপডেট আর নয়। কোম্পানিটি তাদের আগামী ফ্ল্যাগশিপ ফোন, স্যামসাং গ্যালাক্সি এস৬, একদম শূন্য থেকে গড়ে তুলছে। আর এই নতুন উদ্যোগের নাম কোম্পানিটি দিয়েছে “প্রজেক্ট জিরো”।

গ্যালাক্সি এস৬

ইলাস্ট্রেশন

স্যামসাং আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি এস৬ নিয়ে তেমন কিছু জানায়নি। তবে যদি দু’য়ে দু’য়ে চার মিলিয়ে নেয়া যায়, তাহলে এই ধারণা করাই যায় যে স্যামসাং গ্যালাক্সি এস৬ হবে স্যামসাং-এর প্রথম ফুল মেটালিক বডির ফ্ল্যাগশিপ ফোন। আর তা নি:সন্দেহে স্যামসাং-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে যাবে অন্যরকম এক উচ্চতায়। ইতোমধ্যেই স্যামসাং-এর মেটালিক বডির স্মার্টফোনগুলো বেশ প্রশংসা কুড়িয়ে নিতে সক্ষম হয়েছে। গ্যালাক্সি এস৬-এও যদি কোরিয়ান কোম্পানিটি দারুণ কোনো বিল্ড কোয়ালিটি দেখাতে পারে, তাহলে তা হয়ে উঠবে স্যামসাং-এর জন্য নতুন এক অধ্যায়।

এদিকে ধারণা করা হচ্ছে, স্যামসাং-এর নতুন এই “প্রজেক্ট জিরো” কোডনেমের ফোনটির স্পেসিফিকেশনও ফাঁস হয়ে গেছে। জনপ্রিয় বেঞ্চমার্ক অ্যাপ্লিকেশন AnTuTu-এর একটি ফাঁস হওয়া স্ক্রিনশটকে বলা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস৬-এর স্পেসিফিকেশন। স্মার্টফোন জগতে এ নতুন কিছু নয়। ফোনের প্রোটোটাইপ ডিভাইস নিয়ে বেঞ্চমার্ক অ্যাপ্লিকেশনের স্ক্রিনশট প্রায়ই ফাঁস হতে দেখা যায়। আর বেশিরভাগ ক্ষেত্রেই এসব স্ক্রিনশট পরবর্তীতে আসল স্মার্টফোনের স্পেসিফিকেশনের সঙ্গে মিলে যায়, যে কারণে ফাঁস হওয়া এসব তথ্যকে প্রায়ই বেশ গুরুত্ব দেয়া হয়।

গ্যালাক্সি এস৬

প্রজেক্ট জিরো সম্পর্কে আরও জানা গেছে, স্যামসাং-এর নতুন ফ্ল্যাগশিপ ফোনটি তৈরি হবে অনেকটা স্যামসাং গ্যালাক্সি নোট এজ-এর আদলে। গ্যালাক্সি নোট এজ-এর ডানদিকে রয়েছে বাঁকানো একটি দ্বিতীয় ডিসপ্লে। আর স্যামসাং গ্যালাক্সি এস৬-এ স্ক্রিনের দু’পাশেই এমন দু’টি বাঁকানো ডিসপ্লে থাকবে বলে জানা গেছে।

অবশ্য এসব তথ্যের প্রায় সবটুকুই এখন পর্যন্ত অনিশ্চিত। তবে স্যামসাং সাধারণত তাদের গ্যালাক্সি এস সিরিজের ফোনগুলো ফেব্রুয়ারির শেষের দিকে বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে থাকে। সেই ধারা অব্যাহত রাখতে গেলে ধারণা করাই যায় যে, এই ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের শুরুতেই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে স্যামসাং-এর নতুন ফ্ল্যাগশিপ ফোন, স্যামসাং গ্যালাক্সি এস৬।

যতোই সেই আনুষ্ঠানিক ঘোষণার দিন ঘনিয়ে আসবে, ততোই ফোনটি নিয়ে আরও নানাবিধ তথ্য, স্ক্রিনশট ও ছবি ফাঁস হতে থাকবে। তবে সে যাই হোক না কেন, স্যামসাং তাদের আগামী ফ্ল্যাগশিপ ফোনের জন্য সবাইকে নতুন কিছুর অপেক্ষা করতে বলে দিয়েছে। সেই অপেক্ষায়ই এবার সারাবিশ্বের অ্যান্ড্রয়েডপ্রেমীরা। দেখা যাক, “প্রজেক্ট জিরো” শেষ পর্যন্ত প্রজেক্ট হিরো-তে রূপ নিতে পারে কি না।

স্যামসাং গ্যালাক্সি এস৬ নিয়ে আপনার কী প্রত্যাশা? উপরের স্ক্রিনশটে প্রদত্ত স্পেসিফিকেশন নিয়ে আপনার কী মন্তব্য?