পানির নিচে এবার সনির নতুন ‘এক্সপেরিয়া অ্যাকুয়াটেক স্টোর’

এক্সপেরিয়া

সনির এক্সপেরিয়া ফোনগুলোর অন্যতম একটি বিশেষত্ব হলো এগুলো পানিরোধক। বৃষ্টিতে ভিজলে কিংবা পানিতে পড়ে গেলেও এই ফোনগুলোর কোনো ক্ষতিই হবে না। এই বিশেষ সুবিধাটির কথা বেশ ঢাক-ঢোল পিটিয়ে প্রচারও করে থাকে সনি। শোরুমে পানিতে ডুবিয়ে ফোন প্রদর্শনী কিংবা পানিভর্তি বাক্সে করে পণ্য বিক্রির মতো মার্কেটিং স্টান্টও করেছে সনি। তবে সম্প্রতি কোম্পানিটি যা করতে যাচ্ছে, তার কাছে আগের সব মার্কেটিং স্টান্টকে অতি নগণ্য মনে হবে।

জানা গেছে, দুবাইয়ে পানির ৪ মিটার নিচে সনি খুলতে যাচ্ছে নতুন একটি শোরুম। ‘এক্সপেরিয়া অ্যাকুয়াটেক স্টোর’ নামের এই স্টোরটি হতে যাচ্ছে পৃথিবীর প্রথম আন্ডারওয়াটার স্টোর।

এক্সপেরিয়া

অবশ্য এই খবর শুনে এখনই দুবাইবাসীরা পানির নিচে ডুব দেয়ার জন্য তৈরি হয়ে যাবেন না যেন! কেননা, এই স্টোরটি ঘুরে আসার সুযোগ পাবেন কেবল নির্দিষ্ট কিছু প্রতিযোগিতার বিজয়ী, মিডিয়া কর্মী, এবং সনির কিছু উচ্চপদস্থ কর্মকর্তা। তাছাড়া এই স্টোর খোলা থাকবে মাত্র ৩ দিনের জন্য।

কেবল মার্কেটিং-এর লক্ষ্য নিয়েই যে এই স্টোর খোলা হচ্ছে তা কারোরই বুঝতে অসুবিধা হবে না। তবে এ কথা স্বীকার করতেই হবে, সনির এই উদ্যোগ প্রশংসনীয়। সূত্র জানিয়েছে, যারা ৪ মিটার সাগর তলদেশে সনির এই এক্সপেরিয়া অ্যাকুয়াটেক স্টোর ঘুরে আসার সুযোগ পাবেন, তাদের প্রথমে স্কুবা ডাইভিং-এর উপর প্রশিক্ষণ নিতে হবে। এরপর স্টোর ভিজিটের সময় দক্ষ একজন ডাইভারের সঙ্গেই কেবল দর্শনার্থী যেতে পারবেন।

এক্সপেরিয়া

পানির নিচের এই সনি শোরুমে বেশ কিছু এক্সপেরিয়া ডিভাইসের প্রদর্শনী করবে বলে জানা গেছে। এসব ফোনের বিভিন্ন সুবিধা দেখানোর জন্য সেখানে সনির প্রতিনিধিও উপস্থিত থাকবেন! অবশ্য কেউ যদি তাদের পানিরোধক সনি ফোন, যেমন এক্সপেরিয়া জেড ৩ বা জেড ৩ কমপ্যাক্ট নিয়ে অ্যাকুয়াটেক স্টোর ঘুরতে যেতে চান, তাহলে তাদের বিশেষ এক ধরনের কেসে করে তাদের ফোন নিতে হবে। কেননা, সনির নতুন এই ফোনগুলো পানির কেবল ১.৫ মিটার পর্যন্ত পানিরোধক; সনির স্টোর হচ্ছে পানির ৪ মিটার নিচে।

এক্সপেরিয়া

পানিরোধক পণ্য তৈরি নিয়ে সনি বরাবরই তাদের প্রতিজ্ঞার কথা প্রকাশ করে। আর মজাদার এসব স্টান্টের মাধ্যমে তারা পুরো দুনিয়াকেই জানিয়ে দেয় পানির সঙ্গে তাদের ফোন কতোটা স্বাচ্ছন্দ্য! তবে সনির পানির নিচের স্টোর কেবল তিনদিন না থেকে সারাবছরই খোলা থাকলে হয়তো দুবাইয়ে ঘুরতে যাওয়া ট্যুরিস্টদের জন্য ঘুরে দেখার আরেকটি নতুন জায়গার তৈরি হতো! আপনার কী মত?