সনি এক্সপেরিয়া ব্যবহারকারীরা যদি কখনো ডিভাইসের নতুন কোনো কার্নেল ফ্ল্যাশ করতে চান কিংবা কোনো সমস্যা হওয়ায় মূল অফিসিয়াল ফার্মওয়্যার (ftf file) ফ্ল্যাশ করতে চান, তাহলে তাদের জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো ফ্ল্যাশটুল। দারুণ এই টুল ব্যবহার করে কীভাবে ফার্মওয়্যার, বেসব্যান্ড, কার্নেল ইত্যাদি ফ্ল্যাশ করতে হয় তা-ই আজ পাঠকদের দেখাবো।
***নিজ দায়িত্বে ফ্ল্যাশ করবেন। ফ্ল্যাশ করার সময় যেন বিদ্যুৎ চলে না যায় সেদিকে খেয়াল রাখবেন। আর ফ্ল্যাশ করার সময় কোন ভুল করলে এবং এতে করে হ্যান্ডসেট নষ্ট করে ফেললে অ্যান্ড্রয়েড কথন দায়ী থাকবে না।***
প্রথমেই বলে দিই কি কি লাগবেঃ
১) কম্পিউটার
৩) হ্যান্ডসেট স্পেসিফিক ফার্মওয়ার এর ফাইল অথবা কার্নেল। এটি গুগলে খোঁজ করলেই এক্সডিএ ফোরামে পেয়ে যাবেন।
৪) ডাটা কেবল
৫) হ্যান্ডসেট (মিনিমাম ৫০% চার্জ দিয়ে রাখবেন। ১০০% হলে আরও ভালো।)
ডান পাশের প্যানেল থেকে চাইলে wipe data,wipe cache সিলেক্ট করে দিতে পারেন। তবে করে দেয়া ভাল। নতুন ফ্ল্যাশটুল ভার্সনে wipe apps log,no final verification নামে আরও দুটো অপশন আছে। চাইলে wipe apps log সিলেক্ট করে দিতে পারেন।*** ডান পাশের প্যানেলে exclude system,exclude kernel, exclude baseband নামে এই তিনটি অপশন দেখতে পারছেন। আপনি যদি চান তবে পুরো ফার্মওয়ার ফ্ল্যাশ না করেই শুধু সিস্টেম/কার্নেল/বেসব্যান্ড ফ্ল্যাশ করতে পারবেন।যেমনঃ আপনি কার্নেল ফ্ল্যাশ করবেন। তবে আপনি exclude system এবং exclude baseband সিলেক্ট করে দিবেন।এক্ষেত্রে ডাটা ওয়াইপ না করলেও হয়।৫) এরপর ok দিলে নিচের ছবির মত দেখবেন ।
৬) অপেক্ষা করুন যতক্ষণ নিচের ছবির মত হ্যান্ডসেট কানেক্ট করতে না বলছে।
***ফ্ল্যশমুডে যাবার জন্য Volume Down button প্রেস করে রেখে USB Plugin করুন। তবে যেসব সেটের হার্ডওয়ার ব্যাক অথবা সার্চ বাটন আছে, যেমনঃ এক্সপেরিয়া আর্ক, প্লে, নিও ইত্যাদি, এদের ক্ষেত্রে KEY Combination ভিন্ন। তাই ফ্ল্যাশের আগেই চেক করে নিবেন।
৮) সেট ফ্ল্যাশমুডে কানেক্ট করলেই কাজ শুরু হয়ে যাবে এবং নিচের মত দেখবেন।
৯) শেষ হয়ে গেলে নিচের ছবির মত দেখবেন।
১০) সবশেষে সেট পাওয়ার অন করুন।
এবার কিছু কথাঃ
১) অফিসিয়াল ফার্মওয়্যার ফ্ল্যাশ করতে রুট, বুটলোডার আনলক কিছুই লাগবে না।
২) ফ্ল্যাশ করলে রুট চলে যাবে।
৩) ফ্ল্যাশ করলে আনলকড বুটলোডার লক হবে না।
৪) শুধু কার্নেল অথবা বেসব্যান্ড ফ্ল্যাশ করলে রুট চলে যাবে না।
৫) আইসক্রিম স্যান্ডউইচের কার্নেল অথবা বেসব্যান্ড কখনো জিঞ্জারব্রেডে কিংবা জিঞ্জারব্রেডের কার্নেল অথবা বেসব্যান্ড কখনো আইসক্রিম স্যান্ডউইচ-এ ফ্ল্যাশ করবেন না। এমনটি করলে ডিভাইস বুট হবে না। অর্থাৎ, কার্নেল ফ্ল্যাশ করার ক্ষেত্রে সবসময় লক্ষ্য রাখবেন যেই অ্যান্ড্রয়েড ভার্সন চলছে সেই ভার্সনের স্পেসিফিক কার্নেল ডাউনলোড করতে।
সাহায্য
কোনো সাহায্য লাগলে কিংবা কোনো সমস্যায় পড়লে অ্যান্ড্রয়েড কথন গ্রুপের মূল পোস্টে মন্তব্য করবেন।
আপনার এক্সপেরিয়া ফোনে কখনও কার্নেল বা ফার্মওয়্যার ফ্ল্যাশ করেছেন?