সনির এক্সপেরিয়া ডিভাইস রুট করা অন্যতম সহজ কাজ। বিশেষ করে ২০১১ সালের জিঞ্জারব্রেড এডিশনগুলোর বেশিরভাগই মাত্র কয়েক সেকেন্ডেই রুট করা সম্ভব। কিন্তু ২০১২ সালের ডিভাইসগুলো রুট করতে ভিন্ন ভিন্ন পদ্ধতি অনুসরণ করা লাগে। আজ আপনাদের জানাবো কীভাবে 6.1.1.B.1.54 ফার্মওয়্যারের Xperia Sola ডিভাইস রুট করবেন। প্রথমেই আপনাকে যেসব বিষয় জেনে নিতে হবে, সেগুলো হলোঃ
- রুট কী ও কেন, এর সুবিধা ও অসুবিধা।
- রুট করলে ডিভাইসের ওয়ারেন্টি চলে যাবে।
- রুট করতে গিয়ে ডিভাইসের কোনো সমস্যা হলে অ্যান্ড্রয়েড কথন বা সংশ্লিষ্ট কেউ দায়ী থাকবে না। নিজ দায়িত্বে টিউটোরিয়ালটি অনুসরণ করবেন।
উপরের বিষয়গুলোতে রাজি থাকলে আপনি রুট করার জন্য নিচের ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারেনঃ
- ফ্ল্যাশটুল (Installation ট্যাবে দেখুন)
- Root with Restore by bin4ry
- 6.1.1.B.1.54 Stock kernel ftf files
রুট করার পদ্ধতি
ফাইলগুলো ডাউনলোড শেষে প্রথমেই ফ্ল্যাশটুল ইন্সটল করুন। ইন্সটল শেষে FTF ফাইল দু’টো C:\Flashtool\Firmware ফোল্ডারে পেস্ট করে রাখুন। এবার ডিভাইসের সেটিংস > ডেভেলপমেন্ট থেকে USB Debugging এবং Allow Mock Locations এ টিক দিয়ে দিন। Unknown Source এও টিক দিতে হবে। এবার Flashtool চালু করুন এবং চিহ্নিত বাটনে ক্লিক করুনঃ Flashmode সিলেক্ট করে ওকে করুনঃ এবার যে ডায়ালগ বক্স আসবে সেখানে 6.1.1.B.1.10 সিলেক্ট করে OK করুন। কিছুক্ষণ পর নিচের মতো একটি উইন্ডো আসবে। এমন নির্দেশনা অনুসরণ করুন। ফোনের ভলিউম ডাউন বাটন চেপে ধরে ইউএসবি ক্যাবল কানেক্ট করুন। কিছুক্ষণের মধ্যেই তাহলে আপনার ফোন Bin4ry দিয়ে রুট করার উপযোগী হবে। এবার ডাউনলোডকৃত ফোল্ডার Bin4ry এর মাঝের Runme চালু করুন। ১ চাপুন, এবং স্ক্রীণের নির্দেশনা অনুসরণ করুন। আপনার ফোন এখন রুট হয়ে যাবে, SuperSU নামে একটা অ্যাপ্লিকেশন আছে নাকি খেয়াল করুন, থাকলে বুঝবেন সফল হয়েছেন। না থাকলে কমেন্টে জানাতে পারেন। এবার আবার ফ্লাশটুল দিয়ে 6.1.1.B.1.54 FTF ফাইলটি ফ্ল্যাশ করুন। ফ্ল্যাশ করার পদ্ধতি ঠিক উপরের মতোই। কেবল ডায়ালগ বক্স থেকে 6.1.1.B.1.10 এর বদলে মূল ফার্মওয়্যার 6.1.1.B.1.54 ঠিক করে দিতে হবে আর কিছুক্ষণ পর যথারীতি ভলিউম ডাউন বাটন ধরে রেখে ইউএসবি কানেক্ট করতে হবে। এভাবেই আপনি আপনার এক্সপেরিয়া সোলা রুট করতে পারবেন। কোনো সমস্যা বা মন্তব্য অবশ্যই নিচে জানাবেন।