সাম্প্রতিক কিছু তথ্য অনুযায়ী জানা গেছে, কোরিয়ান প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং প্রিমিয়াম ক্লাস ‘স্যামসাং গ্যালাক্সি নোট প্রো’ তৈরির জন্য কাজ করছে। আগামী বছরের শুরুর দিকে স্যামসাং-এর নতুন এই বিশালাকার গ্যালাক্সি নোট প্রো’র আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
সূত্র অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি নোট প্রো-এর ডিসপ্লের আকার হবে ১২.২-ইঞ্চি, যা বর্তমান গ্যালাক্সি নোট ১০.১-এর চেয়েও বড়। 2560×1600 পিক্সেল রেজুলেশনের এই ডিসপ্লের পাশাপাণি কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর, ৩ গিগাবাইট র্যাম এবং অবিশ্বাস্য ৯,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলেও সূত্রে জানা গেছে।
বর্তমান সব ডিভাইসের চেয়ে বড় এই ট্যাবলেট বানানোর গুজব অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। তাই ‘গ্যালাক্সি নোট প্রো’-এর তথ্য বিশ্বাসযোগ্য বলেই মতামত ফোনএরিনার। নোট প্রো’র পাশাপাশি নতুন বছরের জন্য অ্যান্ড্রয়েড বাজারের সিংহভাগ দখল করে থাকা প্রতিষ্ঠান স্যামসাং আরও বিভিন্ন আকারের স্মার্টফোন ও ট্যাবলেট নিয়ে কাজ করছে বলেও জানা গেছে। কাজেই, আরও কিছু ডিভাইসের গুজব ছড়াতে পারে।
১২.২-ইঞ্চি আকারের গ্যালাক্সি নোট প্রো ট্যাবলেট নিয়ে আপনার কী মত? এতো বড় ট্যাবলেট কি আপনার কাজে লাগবে, নাকি নোট ১০.১-ই আপনার জন্য যথেষ্ট বড়?
This article also appears on Andorid Kothon English.