এনএফসি সাপোর্টেড নতুন ব্লুটুথ স্পিকারের ঘোষণা দিলো স্যামসাং

স্যামসাং সম্প্রতি নতুন একটি অডিও স্পিকার আনার ঘোষণা দিয়েছে। ডিএ-এফ৬০ মডেল নম্বরের এই ব্লুটুথ স্পিকার প্রথমবারের মতো এনএফসি প্রযুক্তির মাধ্যমেও কাজ করবে বলে জানা গেছে।

এনএফসি হচ্ছে নিয়ার-ফিল্ড কমিউনিকেশন নামের এক ধরনের রেডিও যোগাযোগ মাধ্যম। গ্যালাক্সি এস ৩ ব্যবহারকারীরা ইতোমধ্যেই এনএফসি’র স্বাদ পেয়ে গেছেন। এর মাধ্যমে দু’টি এনএফসি সুবিধার ডিভাইস পাশাপাশি রেখেই যোগাযোগ স্থাপন করা যায়। ফলে কম্প্যাটিবল ডিভাইসের সঙ্গে এনএফসির মাধ্যমেই এই স্পিকারে পেয়ার করা যাবে। এতে করে ব্লুটুথ সেটআপের ঝামেলা থেকে অনেকাংশেই রেহাই পাবেন ব্যবহারকারীরা।

এনএফসি সুবিধা ছাড়াও নতুন এই ব্লুটুথ সাপোর্ট করে Apt-X নামের নতুন এক অডিও কোডেক। এই অডিও কোডেকের বৈশিষ্ট্য হচ্ছে এটি ব্লুটুথের মাধ্যমে অডিওর কোয়ালিটি সাধারণ ব্লুটুথ স্ট্রিমিং-এর তুলনায় উন্নত করে তোলে। তবে নতুন এই কোডেক খুব অল্প সংখ্যক ডিভাইসই সাপোর্ট করে। সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত এই কোডেক সাপোর্ট করা ডিভাইসের মধ্যে রয়েছে গ্যালাক্সি এস ৩, গ্যালাক্সি নোট ২, এইচটিসি ওয়ান এক্স, এস, ভি, মটোরোলা রেজআর, রেজআর এইচডি, ম্যাক্স, আই ও এম।

লাউড স্পিকারে গান শুনতে ইচ্ছুক হাই-এন্ড অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের লিভিং রুম বা বেডরুমের জন্য দারুণ একটি স্পিকার হতে পারে স্যামসাং-এর এই নতুন সংযোজন। তবে আসলেই এর পারফরম্যান্স কেমন তা জানতে অপেক্ষা করতে হবে লাস ভেগাসের কনজিউমার ইলেকট্রনিক্স শো ২০১৩ পর্যন্ত।