বিশ্বকাপকে সামনে রেখে খবরভিত্তিক অ্যাপ্লিকেশন আনলো ফিফা

ফিফা

ফিফা বিশ্বকাপ ২০১৪-কে সামনে রেখে এবার অ্যান্ড্রয়েড ও আইওএস-এর জন্য অফিসিয়াল অ্যাপ্লিকেশন প্রকাশ করেছে ফিফা। জানা গেছে, বিশ্বের টপ ৮৫টি লিগের লাইভ স্কোরের পাশাপাশি এটি আরও অনেক টিমের খবর, স্ট্যাটিস্টিটক, ছবি, ভিডিও ও স্ট্যান্ডিং প্রকাশ করবে।

ফিফা জানিয়েছে, শুরু থেকেই বিশ্বব্যাপী ১৯৭টি লিগের খবরাখবর ও স্কোর জানা যাবে অফিসিয়াল এই ফিফা অ্যাপ্লিকেশন থেকে। তাদের ভাষ্যে, এই অ্যাপ্লিকেশনটির ব্যবহারকারীরা সপ্তাহে শত শত প্রতিযোগিতা ও হাজার হাজার গোলের খবর পাবেন। কেবল তাই নয়, বিশ্লেষণমূলক কাভারেজ ও সর্বশেষ ফিফা কোকা-কোলা ওয়ার্ল্ড র‌্যাংকিং-ও এই অ্যাপ্লিকেশনে স্থান পেয়েছে।

আগামী ৬ই ডিসেম্বর অনুষ্ঠিতব্য ফাইনাল ড্র ম্যাচটি সরাসরি এই অ্যাপ্লিকেশনে স্ট্রিম করা যাবে বলেও ফিফা জানিয়েছে। আর তাই ফুটবলপ্রেমীরা দেরি না করে এখনই গুগল প্লে স্টোর থেকে ফিফা অফিসিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন।