মিউজিক নিয়ে কাজ করেন অথচ ফ্রুটি লুপস-এর নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর হবে। তুমুল জনপ্রিয় এই সফটওয়্যারটি মিউজিশিয়ানদের জন্য কম্পিউটারে এতোদিন কাজে লেগে আসলেও এবার আপনার সৃজনশীলতাকে আরও সহজে কাজে লাগানোর সুবিধা দিতে অ্যান্ড্রয়েডেও চলে এলো ফ্রুটি লুপস স্টুডিও মোবাইল।
এফএল স্টুডিও মোবাইলের এই প্রথম সংস্করণেই ব্যবহারকারীরা পাবেন ১৩৩টি ভিন্ন ভিন্ন ইন্সট্রুমেন্টের অডিও যেগুলো কাজে লাগিয়ে আপনি তৈরি করতে পারবেন মনের মতো মিউজিক। এফএল স্টুডিও মোবাইলের যেসব বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে অন্যতম হলোঃ
- ১৩৩টি ভিন্ন ভিন্ন ইন্সট্রুমেন্টের হাই-কোয়ালিটি অডিও।
- সবগুলো ইন্সট্রুমেন্টই এফএল স্টুডিও’র ডেস্কটপ সংস্করণ থেকে ইমপোর্ট করার জন্য এক্সটেনশন রয়েছে।
- স্টেট সিকুয়েন্সার।
- কনফিগারেবল ভার্চুয়াল পিয়ানো কিবোর্ড।
- ড্রাম প্যাড।
- প্রিভিউ বাটন ও বিভিন্ন লজিক্যাল সর্টিংসহ ব্রাউজার।
- প্রতিটি ইন্সট্রুমেন্ট প্যান, ভলিউম এবং অ্যাটাক টাইম কনফিগার করার সুবিধা।
যারা এফএল স্টুডিও ব্যবহার করেছেন, তারা অবশ্যই জানেন যে এটি ফ্রি সফটওয়্যার নয়। তাই অ্যান্ড্রয়েডে এটি বিনামূল্যে পাওয়া যাবে এমন আশা করাও উচিৎ না। তবে একেবারেই কমদামে পাওয়া যাচ্ছে না ফ্রুটি লুপস স্টুডিও মোবাইল। গুগল প্লে স্টোরে এটি বিক্রি হচ্ছে ১৮.৬৮ ডলারে।
গুগল প্লে স্টোর লিংকঃ ফ্রুটি লুপস স্টুডিও মোবাইল
মিউজিক ইন্ডাস্ট্রিতে পেশাদার হলে এফএল স্টুডিওর গুরুত্ব হয়তো আপনি জানবেন। আর যেহেতু এটি একটি প্রফেশনাল সফটওয়্যার, সেহেতু আপনার অ্যান্ড্রয়েড ট্যাবলেট থাকলে প্রায় ২০ ডলার দিয়ে হলেও এফএল স্টুডিও মোবাইল ব্যবহার করাই হয়তো ভালো হবে। কেননা, এফএল স্টুডিও কতটুকু কাজের তা হয়তো আপনি জানেনই!
তো,এখনই আপনার অ্যান্ড্রয়েড ট্যাবলেটে মিউজিক কমপোজ করতে বসে যান আর আমাদের উপহার দিন দারুণ সব মিউজিক!