ওয়েব ভার্সন আনতে পারে মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা আর বর্ণনা করার কোনো প্রয়োজন নেই। এসএমএস-এর ব্যবহার প্রায় বন্ধই করে দিয়েছে যেসব মেসেজিং সেবাগুলো, তার মধ্যে অন্যতম হলো এই হোয়াটসঅ্যাপ। ফেসবুক মেসেঞ্জার ও ভাইবারেরও তুমুল জনপ্রিয়তা থাকলেও, মূলত অবিশ্বাস্য রকমের কম ডেটা খরচ করে এবং একাধিক অপারেটরে বিনামূল্যেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায় বলে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তাই এখনও সর্বাধিক।

তবে এই জনপ্রিয় সেবার একটি প্রধান সমস্যা হলো, এটি কেবল মোবাইলেই সীমাবদ্ধ। (কেউ কেউ অবশ্য Last seen on.. ফিচারটিকেও বড় ধরনের অসুবিধা বলে মন্তব্য করেন!) ফেসবুক মেসেঞ্জার কিংবা ভাইবারের মতো আপনি কম্পিউটার বা একাধিক ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না। গতানুগতিক প্রক্রিয়ায় ইউজারনেম ও পাসওয়ার্ডের ব্যবহার না করে হোয়াটসঅ্যাপ আপনার সিম কার্ড অথেনটিকেশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট নিশ্চিত করে থাকে। তাই এখনও পর্যন্ত মোবাইলেই সীমাবদ্ধ হোয়াটসঅ্যাপ-এর ব্যবহার।

কেমন হবে, যদি অন্যান্য সেবার মতো হোয়াটসঅ্যাপও ওয়েব ব্রাউজারেই ব্যবহার করা যায়? ঠিক তেমনটাই ভাবছে হোয়াটসঅ্যাপ। আর নতুন তথ্য বলছে, ওয়েবে হোয়াটসঅ্যাপ সেবা ব্যবহারের সুবিধা দেয়ার কথা এখনও ভেবে দেখছে হোয়াটসঅ্যাপ।

জানা গেছে, হোয়াটসঅ্যাপ-এর সাম্প্রতিক একটি সংস্করণের অ্যাপ্লিকেশন ফাইল ঘেঁটে ওয়েব লগইন সংক্রান্ত বেশ কিছু তথ্য (স্ট্রিং) পাওয়া গেছে। এসব স্ট্রিং-এ “হোয়াটসঅ্যাপ ওয়েব”, “লগ আউট ফ্রম অল কম্পিউটারস” ইত্যাদি শব্দ রয়েছে। সেবাটি ওয়েবে চালু হলেই সেসব শব্দগুলো অ্যাপ্লিকেশনে ব্যবহার হওয়ার কথা। সর্বশেষ সংস্করণ থেকে কোডগুলো বাদ দেয়া হলেও web.whatsapp.com নামের একটি সাব-ডোমেইন এখনও সক্রিয় রয়েছে যদিও তা সবার জন্য উন্মুক্ত নয়।

হোয়াটসঅ্যাপ-এর বর্তমান মালিক এখন ফেসবুক, এ তথ্য কমবেশি প্রায় সবাই জানেন। ফেসবুক চাইলে মুহূর্তেই ওয়েবে ব্যবহারোপযোগী করে তুলতে পারে হোয়াটসঅ্যাপকে। কিন্তু ওয়েবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে ফেসবুক লগইন বাধ্যতামূলক করা হলে তা ব্যবহারকারীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হবে যা আগে থেকেই ধারণা করা যায়। তাই হোয়াটসঅ্যাপ তাদের ওয়েব সেবা চালু করলে ফেসবুক লগইন-এর পরিবর্তে কিউআর কোড পদ্ধতি ব্যবহার করবে।

উল্লেখ্য যে, এখন পর্যন্ত এর সবই কেবল ধারণা। হোয়াটসঅ্যাপ তাদের সেবা ওয়েবে আনার কথা ভেবেছে তার প্রমাণ পাওয়া গেছে তাদের অ্যাপ্লিকেশনের কোডে। কিন্তু আসলেই তারা হোয়াটসঅ্যাপ ওয়েব সেবা চালু করবে কি না, তা নিয়ে এখনও কোনো নিশ্চয়তা নেই। তবে অনেকের মতো আপনিও হয়তো এতটুকু জেনেই খুশি হবেন যে, অন্তত হোয়াটসঅ্যাপ ওয়েব চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

হোয়াটসঅ্যাপ সেবা ওয়েবে চালু হলে আপনি কি তা ব্যবহার করবেন?